Ajker Patrika

কাজ করলে সমালোচনা থাকবে: আইভী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৫: ২১
কাজ করলে সমালোচনা থাকবে: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমার সকল পরিকল্পনা চলমান আছে। মানুষের যা যা চাহিদা আমার সাধ্যে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাধ্যের মধ্যে, সে কাজগুলো করেছি। তাই আমি আবার নির্বাচিত হলে নগর এলাকাকে গ্রিন সিটিতে রূপান্তরিত করব।’

গতকাল শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় সাংবাদিকদের এ কথা বলেন আইভী।

গণসংযোগে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন আইভী। ইট পাথরের উন্নয়ন কোনো উন্নয়ন নয়, তৈমূর আলমের এই মন্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাইলে আইভী বলেন, ‘যে কাজ করে তাঁরই কিন্তু সমালোচনা হয়। যেহেতু আমি অনেক কাজ করেছি সেহেতু আমার কাজের আলোচনা বা সমালোচনা সবই থাকবে। তবে উনি সিটি করপোরেশনের নিয়মকানুন অনেক কিছুই এখনো জানেন না। যেমন উনি বলেছেন ট্রেড লাইসেন্সের ফি তিনি কমিয়ে দেবেন। এটা উনি কখনো পারবেন না। কারণ এটা রাষ্ট্রপতির অনুমতিক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে হয়। উনি কেন, কোনো মেয়রই এটা পারবে না। উনি বলেছেন পানির বিল নেবেন না। পানির বিল না দিলে বিদ্যুৎ বিল কোথা থেকে দেবেন? এই ধরনের মিথ্যা কথা বা মিথ্যা আশ্বাস আমি কখনো দিই নাই বা দিবোও না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত