Ajker Patrika

ছাত্রদলের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৪
ছাত্রদলের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ

আগামী ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দিবসটি পালনে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে ছাত্রদলের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে দলে ও বিভিন্ন কলেজের ছাত্র সংসদে নেতৃত্ব দানকারী নেতাদের এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ।

এ ছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করে বিজয় অর্জন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ সব লক্ষ্য বাস্তবায়নে খুলনার সাবেক ছাত্রদল নেতাদের একত্রিত করতে গত রোববার সন্ধ্যায় খুলনা বিএনপির নগরীর কে ডি ঘোষ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। সভায় ছাত্রদলের সাবেক নেোরা আগামী দিনে আন্দোলন সংগ্রামের সব কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, সাবেক ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কাজী মাহমুদ আলী, কে এম হুমায়ুন কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আজিজুল হাসান দুলু, আজিজা খানম এলিজা, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, হাসিনুল ইসলাম নিক, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, এহতেশামুল হক শাওন, মাসুদ আলম শামীম, শফিকুল আলম নিপুণ, কামরান হাসান, লাভলি আক্তার, ইবাদুল হক রুবায়েদ, জি এম তারেক, মশিউর রহমান যাদু, লতিফুর রহমান সোহাগ, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ্বাস প্রমুখ।

সভা থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফল করতে মহানগর ও জেলা ছাত্রদলের সাবেক নেতাদের সমন্বয়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়। মহানগরের দায়িত্ব দেওয়া হয় আজিজুল হাসান দুলু, শফিকুল ইসলাম হোসেন, হুমায়ুন কবির, শেখ সাদী, হাসিনুল ইসলাম নিক ও হাসানুর রশিদ মিরাজকে। জেলায় দায়িত্ব দেওয়া হয় সুলতান মাহমুদ, মোল্লা এনামুল কবির, নাজমুস সাকির পিন্টু, শামীম কবির, কামরান হাসান ও ইবাদুল হক রুবায়েদকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত