Ajker Patrika

৯৯৯-এ ফোন দিয়ে বাঁচলেন অন্তঃসত্ত্বা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ৪৪
৯৯৯-এ ফোন দিয়ে বাঁচলেন অন্তঃসত্ত্বা

গাজীপুরের টঙ্গীতে অন্তঃসত্ত্বা মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর সাতাইশ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার এ ঘটনা ভুক্তভোগী রিমা বেগম তাঁর বাবা নজরুল লস্করের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত নজরুল লস্কর পলাতক আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রিমা বেগম তাঁর নানা বাড়ি টঙ্গীর সাতাইশ চৌরাস্তা এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করেন। তাঁর মায়ের মৃত্যুর পর বাবা নজরুল লস্কর স্ত্রীর নামে থাকা জমি অপর দুই মেয়ে সুমা, রুমাকে লিখে দিতে বলেন। রিমা জমি লিখে না দেওয়ায় জোর করে দলিলে স্বাক্ষর করিয়ে নিতে চেষ্টা করেন।

পরে গত ২২ নভেম্বর টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রিমা। এরই জেরে গত বৃহস্পতিবার রাতে তিন অভিযুক্তরা গেট ভেঙে রিমার বাসায় ঢোকেন। এ সময় রিমাকে তাঁরা মারধর করেন। পরে তাঁকে বাসা থেকেও বের করে দেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে অভিযুক্তরা পালিয়ে যান।

পরে আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রিমাকে উদ্ধার করে প্রথমে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠান। এ হাসপাতালে ভর্তি আছেন আহত রিমা বেগম।

এ বিষয়ে জানতে নজরুল লস্করের মোবাইল ফোন নম্বরে একাধিক বার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

রিমার বোন ও অন্যতম অভিযুক্ত রুমা আক্তার বলেন, ‘এটি আমাদের পারিবারিক বিষয়। জমি নিয়ে রিমার সঙ্গে আমাদের বিরোধ আছে। বাবা মেয়েকে মারতেই পারে। বাবা আমার বোনকে দু-চারটি চড়থাপ্পড় মেরেছে। আমরা কেউ মারিনি।’

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এটি জমি নিয়ে পারিবারিক বিরোধ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত করে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত