Ajker Patrika

জেলের জালে ক্যামেরাযুক্ত কচ্ছপ, সুন্দরবনে অবমুক্ত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১২: ২৭
জেলের জালে ক্যামেরাযুক্ত কচ্ছপ, সুন্দরবনে অবমুক্ত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জসংলগ্ন খোলপেটুয়া নদী থেকে পিঠে স্যাটেলাইট ক্যামেরাযুক্ত বিশাল আকৃতির একটি কচ্ছপ ধরা পড়েছে স্থানীয় জেলেদের জালে। গত রোববার বেলা ১১টার দিকে জেলেদের মাধ্যমে খবর পেয়ে বনকর্মীরা কচ্ছপটি সুন্দরবনে অবমুক্ত করেন।

বন বিভাগসহ স্থানীয়দের ধারণা, স্যাটেলাইট ক্যামেরাযুক্ত অবস্থায় থাকা ওই কচ্ছপের মাধ্যমে সুন্দরবন অঞ্চলের প্রাণিকুলের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করা হতো। তবে ক্যামেরা কার্যকর রয়েছে কিনা সে বিষয়ে বন বিভাগ কিংবা স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেনি।

বন বিভাগ সূত্র জানায়, গত রোববার সকালের দিকে স্থানীয় জেলেদের মাধ্যমে তাঁরা খোলপেটুয়া নদী থেকে পিঠে ক্যামেরাযুক্ত থাকা কচ্ছপ আটকের বিষয়টি জানতে পারেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের কোবাদক স্টেশন অফিসার ফারুক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সেখানে পৌঁছে কচ্ছপটিকে নিজেদের জিম্মায় নেন।

বন বিভাগ সূত্র আরও জানায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের হারুন নামের এক জেলের জালে কচ্ছপটি ধরা পড়ে। প্রায় ৩০ কেজি ওজনের কচ্ছপটির পিঠে বিশেষ ব্যবস্থায় ক্যামেরাযুক্ত ছিল জানিয়ে তাঁরা বলেন, পরবর্তীতে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী জেলে আবুল হোসেন জানান, বড় আকৃতির কচ্ছপটি তাঁদের সহযোগী জেলের জালে উঠতেই তাঁরা বন বিভাগকে অবহিত করেন। পরবর্তীতে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য বনকর্মীরা সে কচ্ছপ নিয়ে যান। কচ্ছপের পিঠে ক্যামেরা লাগানো থাকায় কিছুটা ভীত হয়ে সহযোগীদের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি জানানো হয় বলে দাবি জেলে হারুনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত