Ajker Patrika

বন্দরে পুলিশের সঙ্গে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২০: ৩৪
বন্দরে পুলিশের সঙ্গে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে ভোটের আগের রাতে কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। গত বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই সংঘাতের সূত্রপাত হয়। ধামগড় ইউনিয়নের জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই সংঘর্ষ চলে।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী রাসেল (২৯) বলেন, পুলিশ ও কামাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে জাঙ্গাল এলাকায়। প্রায় আধা ঘণ্টা ধরে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন কামাল সমর্থকেরা। জবাবে পুলিশও রাবার বুলেট ও ফাঁকা গুলি করে।

এই বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন জানান, ‘কেন্দ্র দখল করে ভেতরে অগ্রিম সিল মারতে এসেছিলেন মাসুম আহমেদের সমর্থকেরা। এ ঘটনায় আমরা এলাকাবাসীর সহায়তায় নৌকার সমর্থকদের আটক করি। পরে তাঁরা পুলিশের সহযোগিতায় পালাতে চেষ্টা করেন। তাদের ধাওয়া করলে পুলিশ আমাদের ওপর রাবার বুলেট ছোড়ে। আমাদের ১৫ জনের মতো সমর্থক আহত হয়েছেন।’

কামাল হোসেন আরও বলেন, ‘আমি এ ঘটনা জানাতে বারবার ওসিকে ফোন করেও কোনো সাহায্য পাইনি। তিনি ফোন ধরেননি। তবে ইউএনও বারবার আমাকে আশ্বস্ত করেছেন। এলাকাবাসীর সহযোগিতায় জাঙ্গাল কেন্দ্র রক্ষা পেয়েছে।’

বর্তমান চেয়ারম্যান মাসুম আহম্মেদ বলেন, ‘যে এলাকার বিষয়ে কামাল অভিযোগ তুলেছেন, সেটা তাঁর এলাকায়। আমি কেন নিজের এলাকা ছেড়ে সেখানে দখল করতে যাব? কামাল নিজেই কেন্দ্র দখল নেওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছেন।’

এদিকে পুলিশ সদস্য আহত হওয়া ও সংঘর্ষের কথা স্বীকার করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘বহিরাগত সন্ত্রাসীরা ধামগড়ের একটি কেন্দ্র দখলের চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা ঢাকায় চিকিৎসাধীন আছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত