আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিএনপির আট কর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এই আদেশ দেন।
বিএনপির মানববন্ধনে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় করা মামলায় পুলিশ ১০ জনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত আটজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন বয়স্ক হওয়ায় তাঁদের রিমান্ড নামঞ্জুর করেন।
আসামিরা হলেন রাকিব হোসেন, মো. আরিফ, আবু উবাইদা, মো. ফোরকান, মো. শাকিব, মো. পারভেজ, সিরাজুল ইসলাম ও কাজী ইসমাইল।
জানা গেছে, চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা গত বুধবার বিকেলে জামাল খানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি পালন করতে মানববন্ধনের জন্য জড়ো হন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের রাস্তা থেকে সরে যেতে বললে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
এরপর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন।
অপরদিকে বিএনপি দাবি করে, তাদের ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ বিএনপির ৪৯ কর্মীকে গ্রেপ্তার করে। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী, এম এ আজিজ, নাজিবুর রহমান, সাইফুল আলম ও কাজী বেলালসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, শুনানি শেষে আদালত আট আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
চট্টগ্রামে বিএনপির আট কর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এই আদেশ দেন।
বিএনপির মানববন্ধনে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় করা মামলায় পুলিশ ১০ জনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত আটজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন বয়স্ক হওয়ায় তাঁদের রিমান্ড নামঞ্জুর করেন।
আসামিরা হলেন রাকিব হোসেন, মো. আরিফ, আবু উবাইদা, মো. ফোরকান, মো. শাকিব, মো. পারভেজ, সিরাজুল ইসলাম ও কাজী ইসমাইল।
জানা গেছে, চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা গত বুধবার বিকেলে জামাল খানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি পালন করতে মানববন্ধনের জন্য জড়ো হন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের রাস্তা থেকে সরে যেতে বললে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
এরপর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন।
অপরদিকে বিএনপি দাবি করে, তাদের ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ বিএনপির ৪৯ কর্মীকে গ্রেপ্তার করে। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী, এম এ আজিজ, নাজিবুর রহমান, সাইফুল আলম ও কাজী বেলালসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, শুনানি শেষে আদালত আট আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫