Ajker Patrika

জলবায়ু তহবিল নিয়ে পরিকল্পনা নেই

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৪: ০৭
জলবায়ু তহবিল নিয়ে পরিকল্পনা নেই

করোনায় ছোটদের মতো উন্নত অর্থনীতিগুলোও বড় ধাক্কা খেয়েছে। কিন্তু বড়রা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যতটা দ্রুত ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে, গরিবেরা তা পারছে না। এ অবস্থায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করাটা গরিবদের জন্য প্রায় বিলাসিতায় পরিণত হয়েছে।

রয়টার্স জানায়, ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের (আইআইএফ) তথ্যমতে, বর্তমান বৈশ্বিক ঋণের পরিমাণ প্রায় ২৯৬ লাখ কোটি ডলার। অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দেশ সম্প্রতি প্রচুর ঋণ করেছে। এসব ঋণের সিংহভাগ অর্থনীতি সচল রাখতে ব্যয় করা হচ্ছে।

আর ঋণ নেওয়া বাড়ায় সংস্থাগুলো সুদহার বাড়িয়েছে। সুদহার বাড়ার অর্থ গরিব দেশগুলোর ওপর চাপ বাড়া বলে মন্তব্য করেছেন আইআইএফের টেকসই উন্নয়নবিষয়ক গবেষক এমরে টিফটিক। এ অবস্থায় গরিব দেশগুলো যে ঋণ নিচ্ছে, তা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবহার করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।

বিশ্বব্যাংকের তথ্য, প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিতে ২০৩০ সালের মধ্যে অন্তত ৯০ লাখ কোটি ডলার দরকার। কার্বননির্ভর জ্বালানির ব্যবহার কমাতে এবং জলবায়ুসংশ্লিষ্ট ক্ষতি উপশম করতে এসব অর্থ ব্যয় করার কথা।

কিন্তু এ অর্থ কীভাবে সংগ্রহ করা হবে, তা নিয়ে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। তাই গরিব সরকারগুলো অর্থনীতির পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যা ও স্বাস্থ্য বিষয়ে নজর দিলে জলবায়ু নিয়ে বেশি মাথা ঘামানোর সুযোগ পাবে না বলে শঙ্কা বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিভির ব্রেকিং নিউজে এনসিপির প্রার্থী তালিকা নিয়ে যা বললেন তাজনুভা জাবীন

জন্মস্থানে প্রথমবার ভোটের লড়াইয়ে নামছেন খালেদা জিয়া

দলে দলে নিউজিল্যান্ড ছাড়ছে মানুষ, কিন্তু অস্ট্রেলিয়ায় কেন যাচ্ছে

কার্গো ভিলেজে আগুন: বিমানবন্দরের ভল্ট ভেঙে চুরি হলো ৭ আগ্নেয়াস্ত্র

৭-৮ নভেম্বর প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ