Ajker Patrika

মৌলভীবাজারে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ১০
মৌলভীবাজারে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ

২০ ডিসেম্বর মৌলভীবাজারের স্থানীয় শহীদ দিবস। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতিফলকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মৃতিফলক বেদিতে সাংসদ নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান।

এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত