Ajker Patrika

উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ নয়

নীলফামারী প্রতিনিধি
উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ নয়

নীলফামারীর সৈয়দপুরে রেলের জমিতে বসবাসকারী উর্দুভাষীদের পুনর্বাসন না করে কোনো উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সৈয়দপুর শহরের শহীদ সরণি চত্বরে এক পথসভায় নানক এ কথা বলেন। তিনি রংপুরে যাওয়ার জন্য বিমানে ঢাকা থেকে সৈয়দপুরে নেমে সভায় অংশ নেন। সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি অনুষ্ঠানটির আয়োজন করে।

আওয়ামী লীগের এই নেতা উর্দুভাষীদের উদ্দেশে বলেন, আপনারা একসময় ভোটার ছিলেন না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সে অধিকার দিয়েছেন। এখন আপনাদের সন্তানেরা পড়াশোনা শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সরকারি চাকরিও করছে।

প্রধান অতিথির বক্তব্যে নানক আরও বলেন, বর্তমান সরকার গৃহ ও ভূমিহীন ৩০ লাখ পরিবারের আশ্রয়ের ব্যবস্থা করেছে। মনে রাখবেন, দেশে একজন শেখ হাসিনা রয়েছেন, তিনি থাকতে কেউ গৃহহীন হবেন না।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল প্রমুখ।

উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা যুবলীগের সভাপতি শাহিদ মাহমুদ, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, রংপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা জামান ববি, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত