Ajker Patrika

ফটকের তালা ভেঙে চাটখিলে মোটরসাইকেল চুরি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ৩৮
ফটকের তালা ভেঙে চাটখিলে মোটরসাইকেল চুরি

নোয়াখালীর চাটখিলে বাড়ির গেটের তালা ভেঙে সাইফুল ইসলাম (২৪) নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে। গত শুক্রবার রাতে চাটখিল পৌরসভার ধামালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে সাইফুল ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার চাটখিল থানায় অজ্ঞাতপরিচয় চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, সাইফুল ইসলাম চাটখিল বাজারের ব্যবসায়ী। গত শুক্রবার ব্যবসায়ের কাজ শেষে রাত ১০টার দিকে তিনি চাটখিল পৌরসভার ধামালিয়ার বাড়ি ফেরেন। বরাবরের মতো বাড়ির সিঁড়ির নিচে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি রাখেন। সকালে উঠে দেখতে পান বাড়ির গেটের তালা ভেঙে কে বা কারা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে গেছে। পরে ওই ব্যবসায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে ঘটনা জানিয়ে ও দেখিয়ে দুপুরে চাটখিল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, এলাকায় চুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর। তারপরও কোথাও এ ধরনের ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত