Ajker Patrika

ব্যাটারিচালিত রিকশা জব্দ শুরু, বিপাকে চালকেরা

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫: ২২
Thumbnail image

টাঙ্গাইল শহরের বেড়াডোমা গ্রামের আমিনুর প্রায় ১৭ বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালান। আগে পা দিয়ে রিকশা চালালেও গত বছর বেসরকারি সংস্থা থেকে টাকা তুলে একটি ব্যাটারিচালিত রিকশা কিনেছেন। এখনো কিস্তির পুরো টাকা পরিশোধ হয়নি। তার আগেই গতকাল সোমবার সকালে শহরের নিরালা মোড় থেকে তাঁর রিকশাটি জব্দ করে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ। তবে কেন জব্দ করা হয়েছে, তা সে জানতে পারেননি। শুধু শুনেছেন, ওপরের নির্দেশে জব্দ করা হয়েছে। তাঁর চোখ-মুখে রাজ্যের হতাশা, কীভাবে চলবে তাঁর আগামীর দিন। এমন সংশয় শুধু আমিনুরের নয়, কাজুপুরের মিজানুর, কালিহাতীর মো. সাদেক, দেলদুয়ারের জাকিরসহ তিন শতাধিক চালকের রিকশা জব্দ করেছে পৌর কর্তৃপক্ষ।

এসব রিকশাচালকেরা বলেন, গতকাল হঠাৎ করে পৌরসভা থেকে তাঁদের রিকশা জব্দ করা হয়। তবে কী কারণে রিকশা জব্দ করা হয়েছে, তা বলতে পারছেন না। এই রমজানে তাঁদের পেটে লাথি মেরে রিকশা জব্দ করা ঠিক হচ্ছে না বলেও মন্তব্য করেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে পৌরসভার লোকজন রিকশা থামিয়ে তা জব্দ করে নিয়ে যাচ্ছেন। অনেক রিকশায় যাত্রী থাকলেও তাঁদের পথেই নামিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে বেশ কয়েকজন যাত্রীকে পৌরসভার কর্মীদের সঙ্গে তর্ক জুড়ে দিতেও দেখা গেছে।

এভাবে শত শত ব্যাটারিচালিত রিকশা জব্দ করে শহরের পৌর উদ্যানে রাখা হয়েছে। অনেক রিকশাচালক সেখানে জড়ো হয়েছেন। অনেকে আবার জব্দ হওয়ার কারণ জানতে পৌরসভায় গিয়ে ভিড় জমাচ্ছেন। তবে তাঁরা কী করবেন, বুঝতে পারছেন না

যাত্রীরা বলেন, ‘পৌর কর্তৃপক্ষ জব্দ করবে, এটা তাঁদের বিষয়। কিন্তু আমাদের তো নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। এভাবে রাস্তার মধ্যে যাত্রী নামিয়ে জব্দ করা ঠিক হচ্ছে না।’

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, ‘টাঙ্গাইল শহর যানজটের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যানজট নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত করতে এ অভিযান। যেসব রিকশা-অটোরিকশা লাইসেন্সবিহীন অবৈধভাবে চলাচল করেছে, সেগুলোর তালিকা করা হবে। রিকশা জব্দ করলেও আমরা চালকদের প্রতি সহানুভূতিশীল। রিকশাশ্রমিক-নেতাদের সঙ্গে বসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত