Ajker Patrika

বঙ্গবন্ধুর ছবি এঁকেই ৩৬ বছর

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪: ২৬
বঙ্গবন্ধুর ছবি এঁকেই ৩৬ বছর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এঁকে জীবনের ৩৬টি বছর পার করে দিয়েছেন ৬১ বছর বয়সী রফিকুল ইসলাম। রংপুরের তাজহাট এলাকার এই বাসিন্দা এখন পর্যন্ত সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ দর্শনীয় স্থানে বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন।

সম্প্রতি মিঠাপুকুর উপজেলা সদরের মিঠাপুকুর বালিকা বিদ্যালয়ে রফিকুলের সঙ্গে কথা হয়। এ সময় তিনি বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি আঁকছিলেন।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক রফিকুল জানান, তিনি ১৯৮৫ সাল থেকে ছবি আঁকা শুরু করেন। প্রজন্মের পর প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতেই তাঁর এই উদ্যোগ।

রফিকুল সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দর্শনীয় স্থানে বঙ্গবন্ধুর ছবি আঁকার পরিকল্পনা নিয়ে ২০১৯ সালের জুনে কাঁধে রংতুলির পোঁটলা, হাতে জাতীয় পতাকা ও গলায় বঙ্গবন্ধুর ছবি ঝুলিয়ে রংপুর শহর থেকে পায়ে হেঁটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন। টুঙ্গিপাড়া পৌঁছতে তাঁর ৫৬ দিন লেগেছিল। এই সময়ে তিনি জেলা ও উপজেলা সদরে অবস্থান করে বিভিন্ন ভবনের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করেন।

রফিকুল জানান, ৬৪ জেলায় ছবি আঁকা শেষ করে পায়ে হেঁটে বঙ্গবন্ধুর ছবি আঁকতে আঁকতে মক্কা যাওয়ার ইচ্ছা আছে তাঁর।

তিন ছেলে ও দুই মেয়ের জনক রফিকুল আগে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করেন। শিশু শিক্ষা বই দিয়েই তাঁর লেখাপড়া শুরু এবং শেষ। তাঁর ছবি আঁকার কোনো শিক্ষা বা প্রশিক্ষণ নেই। নেওয়ার সুযোগও হয়নি। এখন রংতুলি সঙ্গেই থাকে। সুযোগ ও সময় পেলেই বঙ্গবন্ধুর ছবি আঁকেন।

রফিকুল বলেন, গণভবনে গিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি। তবে পায়ে হেঁটে মক্কা যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত