Ajker Patrika

প্রার্থী বদলের দাবিতে মিছিল

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৫: ৫৫
প্রার্থী বদলের দাবিতে মিছিল

লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। গত বুধবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় দলের মনোনয়ন পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যানকে দলীয় প্রার্থী করার দাবি জানানো হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম খোকন বলেন, আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতা-কর্মীর মতামতের ভিত্তিতে রেজুলেশন করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের ছেলে ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার নাম ১ নম্বরে দিয়ে প্রস্তাব পাঠানো হয়।

কিন্তু ষড়যন্ত্র করে টাকার বিনিময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তথা জনগণের সঙ্গে সম্পর্ক নেই এমন এক ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করে কেন্দ্রে পাঠানো হয়। তাই এ ইউনিয়ন দলীয় নেতা-কর্মীসহ এলাকাবাসী আওয়ামী লীগের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তদন্তসাপেক্ষে পুনর্বিবেচনা করে জাহিদ হোসেন ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরিফ হোসেন, মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মহিন উদ্দিন সুজন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক কবির হোসেন, ছাত্রলীগের সভাপতি মহিন, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক রাব্বী, শ্রমিক লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রহমান, কৃষক লীগ নেতা আলম মিয়া, আবদুল আজিজ, রিকশা শ্রমিক লীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক কাউছার ভূঁইয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সভা শেষে স্থানীয় কাজী মার্কেট এলাকায় জাহীদ হোসেন ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত