Ajker Patrika

বিদেশি মদসহ ফতুল্লায় দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ২৯
বিদেশি মদসহ ফতুল্লায় দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর থেকে ৯ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁদের মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারি দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসদাইর বাজার এলাকার মৃত ইব্রাহিমের ছেলে ইয়াসিন আরাফাত (২৩) ও মো. মাহফুজের ছেলে রাজু আহম্মেদ (২৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রিকশারোহী দুই যুবককে জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারির সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে থামান ফতুল্লা থানার উপপরিদর্শক ফরহাদ। এ সময় তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাঁদের থেকে ৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত