Ajker Patrika

চরিত্র হয়ে উঠতে নাঈমের বছরব্যাপী প্রস্তুতি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
চরিত্র হয়ে উঠতে নাঈমের বছরব্যাপী প্রস্তুতি

চরিত্র হয়ে উঠতে অনেক অভিনয়শিল্পী নিজেকে আমূল পরিবর্তন করেছেন। কেউ ওজন বাড়িয়েছেন, কেউবা ওজন কমিয়ে তাক লাগিয়েছেন। সম্প্রতি এমনই এক ঘটনার উদাহরণ হলেন বাংলাদেশের নাঈম। সালজার আহমেদ পরিচালিত ‘কালপুরুষ’ ওয়েব সিরিজের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। মার্ডার মিস্ট্রি গল্পে নির্মিত কালপুরুষ সিরিজে পুলিশ অফিসার মিরাজ চরিত্রের জন্য এক বছর ধরে নিজেকে তৈরি করেছেন এফ এস নাঈম। তিনি বলেন, ‘বিশ্বের অনেক তারকাকেই দেখি চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়েছেন। তাহলে আমাদের মাঝে কেন সেই ডেডিকেশন থাকবে না? এমন ভাবনা থেকেই নিজেকে নতুন করে তৈরি করেছি। অনেকেই বলেন, আমরা আইকনিক পারসন হতে চাই। কিন্তু বাস্তবে সে রকম কাজ তো করতে হবে!’
ওজন বাড়ানোর প্রক্রিয়াটা সহজ ছিল না নাঈমের জন্য। শুটিং শুরুর প্রায় এক বছর আগে থেকেই শুরু করেছিলেন প্রস্তুতি। মিরাজ হয়ে ওঠার অভিজ্ঞতা জানিয়ে নাঈম বলেন, ‘মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায় সেটা আগে বোঝার চেষ্টা করেছি। এরপর সেই চরিত্র হয়ে ওঠার জন্য প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছি। এ সময়ে অন্য কোনো কাজ করিনি। ৮-৯ মাস কোথাও যেতে পারিনি। ব্যাপারটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, তবে হাল ছাড়িনি। আমার পার্সোনাল ট্রেইনার রওনক ঘোষের তত্ত্বাবধানে ছিলাম পুরোটা সময়। শেষের দিকে অসুস্থ হয়ে পড়েছিলাম। শুটিংয়ের শেষ দিন প্রায় সাড়ে ৩ ঘণ্টার মতো শুটিং বন্ধ ছিল। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কথা জড়িয়ে যাচ্ছিল। প্রেসার অনেক বেড়ে গিয়েছিল। চিকিৎসক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।’

সিরিজের শুটিং শেষ করেছেন নাঈম, তবে এখনো ফিরতে পারেননি স্বাভাবিক ওজনে। নাঈম বলেন, ‘হুট করেই তো আর শারীরিকভাবে আগের অবস্থানে ফেরা যায় না। প্রক্রিয়া চলছে, এক্সারসাইজ করছি। আরও তিন-চার মাস সময় লাগবে।’

গত শনিবার সন্ধ্যায় কালপুরুষের টিজার রিলিজের পর থেকেই প্রশংসিত হচ্ছেন নাঈম। নেটিজেন থেকে শুরু করে অভিনয়শিল্পীরাও প্রশংসা করছেন তাঁর। নাঈম বলেন, ‘গল্পের সঙ্গে চরিত্রটি ফুটিয়ে তুলতেই আমার এই চেষ্টা। তবে টিজার রিলিজের পর সবার এমন অ্যাপ্রিশিয়েশন আমাকে আনন্দিত করছে, ইমোশনাল করে দিচ্ছে।’

ফিল্ম সিন্ডিকেট প্রযোজিত এই সিরিজে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজ প্রমুখ। শিগগির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে কালপুরুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত