Ajker Patrika

স্ত্রী ও ‘প্রেমিক’সহ গ্রেপ্তার তিন

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩: ৫৯
স্ত্রী ও ‘প্রেমিক’সহ গ্রেপ্তার তিন

টাঙ্গাইলের কালিহাতীতে যুবক ইমান হোসেন হত্যার অভিযোগে স্ত্রী ও তাঁর কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত শনিবার বিকেলে তাঁদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে গত শুক্রবার রাতে তাঁদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমাম হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২১), তাঁর কথিত প্রেমিক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার সবুর খান বাবু (২০) ও তাঁদের ভাড়াটে পাবনার ভেড়া উপজেলার মোহনগঞ্জ এলাকার জনি সেখ (২৫)।

ডিবির উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারি, পরকীয়া প্রেমের কারণে খাদিজার পরামর্শেই ইমান হোসেনকে হত্যা করা হয়। পরে লাশ রাস্তার পাশের কলাবাগানে ফেলে রাখা হয়। এ ঘটনায় তাঁদের শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁদের আদালতে তোলা হলে হত্যার বিষয়টি স্বীকার করেন তাঁরা।’

উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশ থেকে ইমান হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল। পরে তাঁর বাবা বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় হত্যা মামলা করেন। হত্যার রহস্য উন্মোচনে মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। ইমান হোসেন উপজেলার দুর্গাপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত