Ajker Patrika

অভিযোগ সন্তু লারমার সমাধানের পরামর্শ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১০: ৪৯
অভিযোগ সন্তু লারমার সমাধানের পরামর্শ মন্ত্রীর

পার্বত্য চুক্তির দুই যুগ পর এই চুক্তির বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের জনগণকে শুধু শোষণ আর বঞ্চনা নয়, নিপীড়নও করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বড় ধরনের কারাগারে পরিণত হয়েছে।

অন্যদিকে পৃথক এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং জানিয়েছেন, গত ২৪ বছরে পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, আংশিক বাস্তবায়ন হয়েছে ১৫টি ধারা। আর নয়টি ধারার বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি হয়। এই চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম গতকাল আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সন্তু লারমা বলেন, ‘অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শান্তি চুক্তি হলেও, ২৪ বছর পর সেই চুক্তি বাস্তবায়নের অবস্থা অনেক হতাশাব্যঞ্জক। পার্বত্য সমস্যাকে চিহ্নিত করা হলেও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় তার সমাধান হয়নি।’

তিনি আরও বলেন, ‘আজকে পার্বত্য অঞ্চলে জুম্ম জনগণকে যেভাবে শোষণ, বঞ্চনা ও নিপীড়ন করা হচ্ছে তা বলার ভাষা নেই। পার্বত্য চট্টগ্রাম আজ বড় ধরনের কারাগারে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে আজ দুটি পক্ষ। একটি পক্ষ যারা পাহাড়ের নিরীহ মানুষ, যারা চুক্তির বাস্তবায়ন চায়। আরেকটি পক্ষ সরকার এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ। সেখানে সরকারের সামরিক, আধা-সামরিক বাহিনীর কর্তৃত্ব ও দমন-পীড়ন তো আছেই।’

তবে পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তিতে সচিবালয়ে এক অনুষ্ঠানে সন্তু লারমার অভিযোগের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বলেন, ‘উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলতেই পারেন। কোনো কারণে যদি কোনো ঘটনা ঘটেই যায়, সরকার তাৎক্ষণিকভাবে সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করে। আমাদের লক্ষ্য শান্তি আর উন্নয়ন। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে অভিযোগ নয়, কোনো জায়গায় সমস্যা হলে কীভাবে তার সমাধান করা যায় সেটি দেখতে হবে।’

শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, আংশিক বাস্তবায়ন হয়েছে ১৫টি ধারা। আর নয়টি ধারার বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত