Ajker Patrika

বাঁচার আবেদন খলিলের

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ২৪
বাঁচার আবেদন খলিলের

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের খলিল মোড়ল(৩৭) পেশায় ইজিবাইক চালক। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে হৃদ্‌রোগ জনিত জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার বলেছে হতদরিদ্র খলিলের চিকিৎসার জন্য প্রয়োজন ৪ থেকে ৫ লাখ টাকা।

গত মঙ্গলবার সকালে এক সাক্ষাৎকারে খলিলের স্ত্রী খাদিজা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, দুই শতাংশ জমির মধ্যে ২ মেয়ে নিয়ে জরাজীর্ণ কুটিরে তাঁদের বসবাস। তাঁর স্বামী প্রায় দুই বছর যাবৎ অসুস্থ। সংসারে নুন আনতে পান্তা ফুরায়।

খলিল ঠিকমতো কাজকর্ম করতে পারেন না। ইতিমধ্যে তাঁর চিকিৎসা করাতে বাপের বাড়ি যা কিছু ছিল তা বেচা কেনা করে তাঁরা এখন নিঃস্ব প্রায়। হাসপাতালে প্রতিদিন ১ হাজার টাকার ওষুধ লাগে । ডাক্তার বলেছে তাঁর হার্ট বাইপাস সার্জারি করাতে। এ জন্য প্রয়োজন ৪-৫ লাখ টাকা। খাদিজা বেগম বলেন, ‘এত টাকা আমরা পাব কোথায়? এখন আমরা ধারদেনা করে তাঁর চিকিৎসা চালাচ্ছি। কয়দিন পরে হয়ত সেটাও বন্ধ হয়ে যাবে। বর্তমানে আমরা খুবই অসহায়। তাকিয়ে আছি সাহায্যের আশায়। যদি সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়াত, তাহলে আমার স্বামীকে বাঁচাতে পারতাম।’ সাহায্য ও যোগাযোগের ঠিকানা বিকাশ‍+ মোবা ০১৭৪৯-৩২২০৮৯

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত