শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
শ্রীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণ করা রাস্তার নিচের মাটি সরিয়ে বোরিং করে ড্রেজারের পাইপ স্থাপন করেছে একটি প্রভাবশালী চক্র। উপজেলার আটপাড়া ইউনিয়নের বারৈগাঁও ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন রাস্তার নিচ দিয়ে দুটি এবং তিনটেক থেকে সাবেক চেয়ারম্যান বাড়ির রাস্তার নিচে একটি সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ নেওয়া হয়েছে। এলজিইডির কোনো অনুমতি না নিয়েই এ কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, প্রতিদিন রাস্তাটি দিয়ে শত শত রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার নিচ দিয়ে বোরিং করে পাইপ স্থাপন করায় ওপর দিয়ে রাস্তাটি ফেটে নিচে দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের উদাসীনতার কারণে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি রাস্তার নিচ দিয়ে বোরিং করে পাইপ স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, সড়কটির নিচ দিয়ে প্রায় ছয় থেকে আট ইঞ্চি গোলাকার একটি পাইপ রাস্তা বোরিং করে নিচ দিয়ে বসানো হয়েছে। রাস্তার নিচের সুড়ঙ্গ করা হয়েছে। এতে পাইপের ওপরের অংশের রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তার নিচ দিয়ে ছিদ্র করে ড্রেজার পাইপ নিয়েছেন সুমন শিকদার, মালেক ও তপন মেম্বার। তাঁদের বোরিং না করে রাস্তার ওপর দিয়ে পাইপ নিতে বলেন স্থানীয়রা। কিন্তু তাঁরা কারও কথা না শুনে রাস্তা ছিদ্র করেই পাইপ নিয়েছেন।
জানতে চাইলে সুমন শিকদার বলেন, ‘আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে, পাইপ সরিয়ে নেব।’
মালেক বলেন, ‘আজকে ভূমি অফিস থেকে নায়েব এসে আমার কাজ বন্ধ করে দিয়ে গেছেন।’
তপন মেম্বার বলেন, ‘রাস্তার নিচ দিয়ে আগের একটি পাইপ ছিল সেখান দিয়েই আমর পাইপ নিয়েছি। আমি তো ফসলি জমি নষ্ট করি নাই। একটি ডেঙ্গা থেকে একজনের বাড়ি ভরাট করার কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রাজিউল্লাহ বলেন, ‘আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। রাস্তার নিচে সুড়ঙ্গ করে রাস্তার ক্ষতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ বলেন, ‘আজকে (বুধবার) ড্রেজার মালিকদের ডেকে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফসলি জমি ভরাটের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যদি তাঁর পুনরায় সেখানে এই কাজ করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণ করা রাস্তার নিচের মাটি সরিয়ে বোরিং করে ড্রেজারের পাইপ স্থাপন করেছে একটি প্রভাবশালী চক্র। উপজেলার আটপাড়া ইউনিয়নের বারৈগাঁও ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন রাস্তার নিচ দিয়ে দুটি এবং তিনটেক থেকে সাবেক চেয়ারম্যান বাড়ির রাস্তার নিচে একটি সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ নেওয়া হয়েছে। এলজিইডির কোনো অনুমতি না নিয়েই এ কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, প্রতিদিন রাস্তাটি দিয়ে শত শত রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার নিচ দিয়ে বোরিং করে পাইপ স্থাপন করায় ওপর দিয়ে রাস্তাটি ফেটে নিচে দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের উদাসীনতার কারণে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি রাস্তার নিচ দিয়ে বোরিং করে পাইপ স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, সড়কটির নিচ দিয়ে প্রায় ছয় থেকে আট ইঞ্চি গোলাকার একটি পাইপ রাস্তা বোরিং করে নিচ দিয়ে বসানো হয়েছে। রাস্তার নিচের সুড়ঙ্গ করা হয়েছে। এতে পাইপের ওপরের অংশের রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তার নিচ দিয়ে ছিদ্র করে ড্রেজার পাইপ নিয়েছেন সুমন শিকদার, মালেক ও তপন মেম্বার। তাঁদের বোরিং না করে রাস্তার ওপর দিয়ে পাইপ নিতে বলেন স্থানীয়রা। কিন্তু তাঁরা কারও কথা না শুনে রাস্তা ছিদ্র করেই পাইপ নিয়েছেন।
জানতে চাইলে সুমন শিকদার বলেন, ‘আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে, পাইপ সরিয়ে নেব।’
মালেক বলেন, ‘আজকে ভূমি অফিস থেকে নায়েব এসে আমার কাজ বন্ধ করে দিয়ে গেছেন।’
তপন মেম্বার বলেন, ‘রাস্তার নিচ দিয়ে আগের একটি পাইপ ছিল সেখান দিয়েই আমর পাইপ নিয়েছি। আমি তো ফসলি জমি নষ্ট করি নাই। একটি ডেঙ্গা থেকে একজনের বাড়ি ভরাট করার কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রাজিউল্লাহ বলেন, ‘আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। রাস্তার নিচে সুড়ঙ্গ করে রাস্তার ক্ষতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ বলেন, ‘আজকে (বুধবার) ড্রেজার মালিকদের ডেকে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফসলি জমি ভরাটের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যদি তাঁর পুনরায় সেখানে এই কাজ করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪