Ajker Patrika

টিকা পেলেন পাঁচ হাজার এইচএসসি পরীক্ষার্থী

কাপাসিয়া ও শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১: ৫৪
Thumbnail image

গাজীপুরের দুই উপজেলায় ৫ হাজার ২৬৮ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় এ টিকা দেওয়া হয়।

কাপাসিয়া: কাপাসিয়া সদরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলো থেকে গতকাল এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৩৬৬ জন শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে কোহিনুর হাই স্কুল অ্যান্ড কলেজের ৭০ জন, ফাইজ উদ্দিন সরকার ইউনিভার্সাল কলেজের ৬৭ জন, বঙ্গতাজ কলেজের ১৫৪ জন, ১১১ জন আলহাজ রেজাউল হক মহিলা কলেজের, শরীফ মমতাজ উদ্দিন আহমেদ কলেজের ১৮৭ জন, শহীদ তাজউদ্দীন আহমেদ ডিগ্রি কলেজের ৪৩৩ জন টিকা পেয়েছেন।

টিকা পাওয়াদের মধ্যে আড়াল জি এল স্কুল অ্যান্ড কলেজের ৭৫ জন, বর্ণমালা কলেজের ২০৫ জন, ড. আব্দুল মজিদ বিজ্ঞান কলেজের ১৮৭ জন, তারাগঞ্জ এইচএন স্কুল অ্যান্ড কলেজের ২১৯ জন, কাপাসিয়া সেন্ট্রাল কলেজের ১৯১ ও কাপাসিয়া ডিগ্রি কলেজের ৪৬৭ জন রয়েছেন।

শ্রীপুর: শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হয়েছে। এ সময় উপজেলার উপজেলার ১৩টি কলেজের মোট ২ হাজার ৯০২ পরীক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন, টিকা পাওয়াদের মধ্যে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের ৪৫৮ জন, মিজানুর রহমান মহিলা কলেজের ১৭৮ জন, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের ৬৬৫ জন, আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের ৪৫৬ জন, প্রহলাদপুর স্কুল অ্যান্ড কলেজের ১১২ জন, বরমী ডিগ্রি কলেজের ৩২২ জন রয়েছেন।

ধলাদিয়া ডিগ্রি কলেজের ৩০৭ জন, অধ্যাপক রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের ১৭৮ জন, মাওনা সিটি কলেজের ১০৭, মাওনা মডেল কলেজের ৮, মাওনা পাবলিক কলেজের ৩৯, মাওনা ক্রিয়েটিভ কলেজের ৫২ এবং সাইনবোর্ডে কলেজের ২০ জন পরীক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত