Ajker Patrika

‘আগামী’র ৪০ বছরে মোরশেদুল ইসলামকে নিয়ে আয়োজন

‘আগামী’র ৪০ বছরে মোরশেদুল ইসলামকে নিয়ে আয়োজন

দেশের বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের সিনেমায় ফুটে ওঠে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য, মাটি ও মানুষের গল্প এবং মুক্তিযুদ্ধের চেতনা। ‘চাকা’, ‘দীপু নাম্বার টু’, ‘দুখাই’, ‘দূরত্ব’, ‘খেলাঘর’, ‘আমার বন্ধু রাশেদ’ তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা।

১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল মোরশেদুল ইসলাম পরিচালিত প্রথম সিনেমা ‘আগামী’। ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি প্রথম দেখানো হয় স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। আজ আগামীর ৪০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে মোরশেদুল ইসলাম ও তাঁর চলচ্চিত্র নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রীতি সম্মিলনী ও চলচ্চিত্র প্রদর্শনীর। গুণী এই নির্মাতাকে নিয়ে আরেক নির্মাতা নুরুল আলম আতিক বানিয়েছেন ‘অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট’ নামের একটি প্রামাণ্যচিত্র। সন্ধ্যায় আগামীর প্রদর্শনী শেষে দেখানো হবে প্রামাণ্যচিত্রটি। মোরশেদুল ইসলামের জীবন ও চলচ্চিত্র ভাবনা নিয়ে প্রামাণ্যচিত্রটির গবেষণা ও চিত্রনাট্যও করেছেন আতিক।

মোরশেদুল ইসলাম‘অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট’-এ কথা বলেছেন মোরশেদুল ইসলাম, শুভাশিষ রায়, গাজী রাকায়েত, আশীষ খন্দকার, বেলায়েত হোসেন মামুন, জাকির হোসেন রাজু, মেজবাউর রহমান সুমন, শামীম আক্তার, ফাখরুল আরেফিন খান, এল অপু রোজারিও, রতন পাল, জুনায়েদ হালিম, সোহানা সাবা, আফনান চৌধুরী ও মো. শাহরিয়ার আল মামুন।

নুরুল আলম আতিক বলেন, ‘মোরশেদুল ইসলাম তো চলচ্চিত্রের একটি ইনস্টিটিউট। এই অস্থির সময়ে আমরা তাই মোরশেদুল ইসলামের চলচ্চিত্র ভাবনাগুলো বুঝতে চাই, পাঠ করতে চাই তাঁর সিনেমা, চরিত্রগুলো। বুঝতে চাই নির্মাতা মোরশেদুল ইসলামকে। সেই উদ্দেশ্য নিয়েই বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এই প্রামাণ্যচিত্র নির্মাণ। আজ এর প্রথম প্রদর্শনী হবে। পরে, আরও কিছু অংশ সংযোজিত হয়ে প্রামাণ্যচিত্রটি পরিপূর্ণ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত