Ajker Patrika

আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাহাকে (৫৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১-এর একটি দল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তার সাহা আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর ভার মোল্লারচর গ্রামের বাসিন্দা। র‍্যাব-১১ জানায়, ১৯৯৭ সালে আসমা নামের এক পিঠা বিক্রেতা নারীকে হত্যার ঘটনায় হওয়া মামলার আসামি সাহা। ২০২২ সালের ১৩ এপ্রিল ওই মামলায় সাহাকে যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন আদালত।

র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর থেকে পরিবার পরিজন নিয়ে চট্টগ্রামের একটি এলাকায় আত্মগোপন করে বসবাস করে আসছিলেন সাহা। গোপনে খবর পেয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত