Ajker Patrika

‘তেঁতুলপাতা’য় ফিরলেন গৌরব ও ঋতব্রতা

‘তেঁতুলপাতা’য় ফিরলেন  গৌরব ও ঋতব্রতা

নতুন সিরিয়াল নিয়ে ফিরলেন গৌরব চট্টোপাধ্যায় ও ঋতব্রতা দে। একান্নবর্তী পরিবারের কাহিনি নিয়ে তৈরি ‘তেঁতুলপাতা’ নামের ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে স্টার জলসায় ১২ আগস্ট থেকে। শমীক বসু পরিচালিত তেঁতুলপাতায় গৌরব অভিনয় করছেন ঋষি চরিত্রে এবং ঋতব্রতা আছেন ঝিল্লির ভূমিকায়। এর আগে ‘এখানে আকাশ নীল’, ‘কন্যাদান’, ‘নায়িকা নং ১’ ও ‘অষ্টমী’ সিরিয়ালে দেখা গেছে ঋতব্রতাকে। অন্যদিকে গৌরব পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টের পরিচিত মুখ। ‘দুর্গা’, ‘বধূবরণ’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘গাঁটছড়া’সহ কয়েকটি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। অনেক দিন পর তিনিও ফিরলেন টিভি পর্দায়।

তেঁতুলপাতার গল্পে ঋষি (গৌরব) অনেকটা রাশভারী, আড়ালে অনেকে তাকে ডাকে কংস মামা বলে। আর ঝিল্লি (ঋতব্রতা) ঠিক তার উল্টো, অনর্গল কথা বলে। অপরিচিত মানুষকেও মুহূর্তে আপন করে নেয়। ভীষণ হাসিখুশি। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না বলে বিয়ের আসর থেকে পালায় সে। তার স্বপ্নে আছে এক রাজপুত্র, তাকেই বিয়ে করতে চায় ঝিল্লি। শেষ মুহূর্তে দৌড়ে গিয়ে ট্রেন ধরে। ট্রেনেই পরিচয় হয় ঋষির সঙ্গে। তবে প্রথম আলাপটা সুখকর হয় না। ঝিল্লির নানা কর্মকাণ্ডে বিরক্ত হয় ঋষি।

ওদিকে ঋষি যে বাড়িতে থাকে, সেই বাড়ির নাম তেঁতুলপাতা। বাড়ির তিন দুষ্টু বাচ্চা পালিয়েছে। সবাই খুঁজতে খুঁজতে আসে শিমুলপুর স্টেশনে। সেই স্টেশনে নামে ঋষি, তার পেছন পেছন ঝিল্লি। ঋষির সঙ্গে বউয়ের সাজে অপরিচিত এক মেয়েকে দেখে বাড়ির সবাই মনে করে, সে বুঝি বিয়ে করে এসেছে। সঙ্গে সঙ্গে পাড়াময় রটে যায় এ খবর। অন্যদিকে ঝিল্লির সঙ্গেও একের পর এক ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।

তেঁতুলপাতা সিরিয়ালে ঋতব্রতা ও গৌরব চট্টোপাধ্যায় ছবি: সংগৃহীততেঁতুলপাতার প্রশংসার পাশাপাশি অনেকে সমালোচনাও করছেন। অনেকের অভিযোগ, ‘জব উই মেট’ সিনেমার ট্রেনের দৃশ্যের সঙ্গে মিল আছে তেঁতুলপাতার প্রমোর। বিষয়টি নিয়ে ঋতব্রতা বলেন, ‘আমার চরিত্রটির সঙ্গে দর্শকেরা গীতের (জব উই মেটের চরিত্র) মিল খুঁজে পাচ্ছেন, এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। খানিকটা মিল তো রয়েছে, গীতের মতো ঝিল্লিও প্রচণ্ড কথা বলে, খুব জলি একটা মেয়ে। ঝিল্লির জীবনেও ভালো লাগা, খারাপ লাগা রয়েছে। তবে গল্প পুরোপুরি আলাদা। ধীরে ধীরে দর্শক সেটা বুঝতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...