Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুন ২০২২, ০৯: ৪৩
প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষা আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। এই ধাপে ১৮ জেলার সব উপজেলায় ও ১৪ জেলার কিছুসংখ্যক উপজেলায় এই পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ওই সময়ের পর প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়। এর আগে প্রথম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় তিন পর্বে মোট আবেদনকারী ছিলেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত