Ajker Patrika

ব্যালটে নেতা নির্বাচনের আশা এবারও নেই

মো. নাজিম উদ্দিন ইমন, কেরানীগঞ্জ 
ব্যালটে নেতা নির্বাচনের আশা এবারও নেই

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির নির্বাচন হতে যাচ্ছে আগামী ১৫ অক্টোবর। তবে কাগজে কলমে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলেও মূলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করে গঠিত হয় কার্যকরী পরিষদ। এটি একটি রেওয়াজে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে কার্যকরী পরিষদ সবশেষ কবে গঠন করা হয়েছে তাও মনে করতে পারেন না এ অঞ্চলের ব্যবসায়ীরা।

সাধারণ ব্যবসায়ীরা মনে করেন, সমিতিটি এখন সরকারের গার্মেন্টস ব্যবসায়ী ভিত্তিক একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। যখন যে দল 
ক্ষমতায় তাদের অনুসারীরাই থাকবে কার্যকরী পরিষদে। এখানে সাধারণ ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই।

জানা যায়, ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন। জেলা সমবায় কার্যালয় থেকে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটিতে জেলা অডিটর মঞ্জুরুল কবীরকে প্রধান ও জেলা পরিদর্শক শরীফ মোখলেস এবং জেলা সরেজমিন তদন্তকারী নন্দন কুমার রায়কে সদস্য করা হয়। এ কমিটির দায়িত্ব নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও সে তফসিল সমিতির কার্যালয়ের নোটিশ বোর্ডে সাঁটানো হয়নি। এমনকি প্রায় ৬ হাজার সদস্যবিশিষ্ট এ সমিতির কার্য এলাকায় মাইকিং করার কথা থাকলেও তা করা হয়নি।

উপজেলা সমবায় কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে পারেননি। জানা গেছে, ইতিমধ্যে মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাইও হয়ে গেছে। আগে যারা পরিচালনা পর্ষদে ছিলেন, তাঁদের পুনরায় নির্বাচিত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বর্তমানে সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজী স্বাধীন শেখ ও সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আঞ্চলিক শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মুসলিম ঢালী।

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাবেক সহসভাপতি হাজি আমান উল্লাহ মন্টু বলেন, ‘আমরা যখন সংগঠন করেছি, তখন নিয়মিত ব্যালটে নির্বাচন হতো। আর এখনতো সমবায় আইন উপেক্ষা করে নির্বাচন কার্যক্রম চালানো হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থে গড়ে তোলা সংগঠনের নির্বাচনে সব ব্যবসায়ীদের সম্পৃক্ততা নেই, এটা লজ্জাজনক।’

উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ‘গার্মেন্টস সমিতির নির্বাচনের জন্য জেলা অফিস থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। শুনেছি আগামী 
১৫ অক্টোবর নির্বাচনের তারিখ।

এর বেশি আমার কাছে কোনো তথ্য নেই।’ জেলা অডিটর মঞ্জুরুল কবিরের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত