Ajker Patrika

সামান্থা নেই, এলেন পল্লবী

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৯: ০৩
সামান্থা নেই, এলেন পল্লবী

‘পুষ্পা’ সিনেমায় মাত্র কয়েক মিনিটের উপস্থিতি ছিল সামান্থা রুথ প্রভুর। একটি গানে নেচেছিলেন তিনি, তাতেই বাজিমাত। আল্লু অর্জুন অভিনীত পুষ্পা সিনেমা ২০২১ সালের অন্যতম ব্লকবাস্টার। বিশ্বব্যাপী ৩৫০ কোটি রুপির বেশি আয় করেছে পুষ্পা। নির্মাতা সুকুমার এবার তৈরি করছেন সিনেমার পরের সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’। তবে এ সিনেমায় থাকছেন না সামান্থা। শারীরিক অসুস্থতার কারণে এ পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সামান্থা। অন্যদিকে দক্ষিণি সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এন্ট্রি নিয়েছেন পুষ্পার রাজ্যে।

পুষ্পা: দ্য রুলের পরিসর আরও বড়। বাজেটও প্রথম পর্বের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল—প্রত্যেকেই থাকছেন দ্বিতীয় পর্বেও। এবারও থাকবে একটি চমৎকার আইটেম গান। সামান্থা এবার আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর নির্মাতা সুকুমার পরিকল্পনা করেছিলেন, সামান্থাকে দিয়ে গানটি গাওয়াবেন। কিন্তু তাতেও রাজি হননি অভিনেত্রী। কে হবেন সামান্থার বিকল্প, খোঁজাখুঁজি চলছে।

এ পরিস্থিতিতে খবর এল—পুষ্পা: দ্য রুলে থাকবেন সাই পল্লবী। ‘প্রেমাম’, ‘কালি’, ‘মারি ২’, ‘শ্যাম সিংহ রায়’ কিংবা ‘গার্গি’তে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ভালো নাচতেও জানেন তিনি। তবে পুষ্পায় সাই পল্লবী কিন্তু সামান্থার বিকল্প হিসেবে আসছেন না। আইটেম গানেও নাচবেন না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পুষ্পার দ্বিতীয় ভাগে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী। তাঁর চরিত্রটি এ সিনেমার গল্পের মোড় ঘুরিয়ে দেবে। শিগগির শুরু হবে পুষ্পা: দ্য রুলের শুটিং। সিনেমাটির জন্য ১০ দিনের শিডিউল দিয়েছেন অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত