Ajker Patrika

ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৭
ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা

ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুতকারীকে খুঁজে বের করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নেত্রকোনা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম (৪২)। গত রোববার বিকেলে পুলিশ সুপার আকবর আলী মুন্সীর কাছে লিখিত এ অভিযোগ দেন তিনি। এর আগে ৭ ডিসেম্বর বরগুনা জেলার একটি অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা-পুলিশ। পরে ওই পরোয়ানাটি ভুয়া প্রমাণিত হওয়ায় থানা থেকেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

জাহাঙ্গীর আলম মোহনগঞ্জ উপজেলার কলুঙ্কা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগপত্রে জাহাঙ্গীর বলেন, ‘গ্রেপ্তারের বিষয়টি এলাকায় প্রচার হলে আমার মানসম্মান বিরাট ক্ষতিগ্রস্ত হয়। লজ্জায় এলাকায় মুখ দেখাতে পারছি না।’ ফলে ওই ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুতকারীকে খুঁজে বের করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগপত্র হাতে পেয়ে পুলিশ সুপার আকবর আলী মুন্সী এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় বরগুনা জেলার একটি অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা-পুলিশ। পরে এলাকাবাসীর কৌতূহলে বিষয়টি তদন্ত করে ভুয়া প্রমাণ পায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত