Ajker Patrika

হামলা থেকে শ্বশুরকে বাঁচাতে গিয়ে জামাই হাসপাতালে

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ৩৬
হামলা থেকে শ্বশুরকে বাঁচাতে গিয়ে জামাই হাসপাতালে

মিঠাপুকুরে প্রতিপক্ষের হামলা থেকে শ্বশুরকে বাঁচাতে গিয়ে জামাইকে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে যেতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা করা হয়েছে।

মামলা করেছেন শ্বশুর শাহ জামাল। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের বাসিন্দা।

শাহ জামাল জানান, তিনি গত সোমবার বসতবাড়িতে নিজের মালিকানাধীন জমিতে সীমানা প্রাচীর নির্মাণে হাত দেন। এ সময় একই গ্রামের প্রায় ১০ জন ছোরা, রড ও লাঠি নিয়ে হামলা চালান। তখন জামাই মিজানুর রহমান শ্বশুর শাহ জামালকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাঁর ওপর হামলা চালিয়ে বেদম মারধর করা হয়। তিনি মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

মারধরের খবর পেয়ে শাহ জামালের ভাতিজা নুর হক জামাই মিজানুরকে রক্ষা করতে গেলে তাঁকেও আঘাত করা হয়। উভয়ের মাথায় ১৫ থেকে ২০টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শাহ জামালের করা মামলার এজাহারে মিঠাপুকুর গ্রামের সাইদুর রহমান, শাহজাদা মিয়া, সৈয়দ আলী ও ফকরুল ইসলামসহ নয়জনকে আসামি করা হয়েছে।

এ প্রসঙ্গে মিঠাপুকুর থানার পরিদর্শক জাকির হোসেন জানান, মামলার এজাহার পাওয়া গেছে। দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত