Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ২২
সিদ্ধিরগঞ্জে  ফেনসিডিলসহ  দুজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকসহ দুজনকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত শনিবার রাত ২টায় চিটাগাং রোডের শিমরাইল ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের বন্ধু পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়া গ্রামের মো. আতিকুর ইসলাম (৩০) ও মো. শামিম হোসেন (২৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১-এর উপপরিচালক একেএম মুনিরুল আলম জানান, ওই দুই ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে ২৯০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল, ১ টি টয়োটা মাইক্রোবাস এবং ৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত