Ajker Patrika

যানজট নিরসনে ৫ সিদ্ধান্ত

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৪: ৫৪
যানজট নিরসনে ৫ সিদ্ধান্ত

ময়মনসিংহ নগরীতে যানজট নিরসনে প্রাথমিক পর্যায়ে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এর বাস্তবায়ন হলে সুফল পাবে মানুষ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসনে সিটি করপোরেশনের (মসিক) আয়োজনে এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মে’র পর ইট, বালি ও যে কোনো পণ্যবাহী গাড়ি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ময়মনসিংহ শহরের ভেতর দিয়ে চলাচল করতে পারবে না। এ ছাড়া, আজ শুক্রবার থেকে শহরের ভেতরে কোনো সিএনজিচালিত অটোরিকশাও প্রবেশ করতে পারবে না। সভায় অটো অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী আগামী ১ জুন থেকে অটোরিকশা ও অটোবাইক চলাচল করবে।

এ ছাড়া যানজট রোধে শহরের ভেতরের ত্রিশাল বাসস্ট্যান্ডকে মাসকান্দায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মসিক মেয়র, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ মাসকান্দা বাসস্ট্যান্ড পরিদর্শন করবেন এবং সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সভার সভাপতি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘আমরা যানজট মুক্ত নগরী হতে চাই। বহু কারণে শহরে যানজট বাড়ছে। কিন্তু যে কোনো মূল্যে তা নিরসন করতে হবে। নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য আনতে নির্মাণ সামগ্রী রাস্তায় রাখা রোধ, ফুটপাত দখলমুক্তকরণ এবং রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া সেতু থেকে কেওয়াটখালী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, শহরের অভ্যন্তরের সড়কসমূহ প্রশস্তকরণ এবং রেলক্রসিংসমূহে ফ্লাইওভার বা ওভারপাস নির্মাণের সড়ক ও জনপদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।’

এ অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মসিকের সচিব রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আমিনুর রহমান, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিআরটিএর কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মো. জহির, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা, জেলা বাস মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দীন মন্তা, সেক্রেটারি সোমনাথ সাহা, ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, অটোরিকশাচালক সমিতির সভাপতি দিলীপ সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত