Ajker Patrika

নানা আয়োজনে পালিত হলো ডিজিটাল বাংলাদেশ দিবস

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ০০
Thumbnail image

সারা দেশের মতো বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিনটিতে আলোচনা সভা, শোভাযাত্রা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দেওয়া হয়।

এবারের প্রতিপাদ্য ছিল, ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত হবে জনগণ’। প্রতিনিধিদের পাঠানো খবর:

আদমদীঘি (বগুড়া) : গতকাল রোববার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ম্যুরালে ফুল দেওয়া হয়। এরপর উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় র‍্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা হয়।

তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‍্যালি, সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম সভাপতিত্ব করেন সেখানে।

কামারখন্দ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আলোচনা সভা হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা এতে সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা হয়।

ক্ষেতলাল (জয়পুরহাট) : দিবসের শুরুতেই জাতির পিতার ম্যুরালে পুষ্পক স্তবক অর্পণ, র‍্যালি, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

কালাই: দিবসটিতে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বর থেকে কালাই বাসস্ট্যান্ড পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালির পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত