Ajker Patrika

কড়া নিরাপত্তাব্যবস্থা জোর স্বাস্থ্যবিধিতেও

যশোর প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২০
কড়া নিরাপত্তাব্যবস্থা জোর স্বাস্থ্যবিধিতেও

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরে আজ সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তবে করোনার কারণে এসব আয়োজন সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিধিনিষেধ মানার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে। যশোরের জেলা প্রশাসন ও আয়োজক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে মহান ভাষাদিবস সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে যশোরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দিবসটি ঘিরে পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বসানো হবে তল্লাশি চৌকিও।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, ২১ ফেব্রুয়ারির ১২টা এক মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হবে। যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা অর্পণ করবেন। তবে করোনা সংক্রমণরোধে শহীদ বেদিতে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে দুজনের বেশি যেতে পারবেন না। এ ক্ষেত্রে সবাইকেই বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে।

কাজী মো. সায়েমুজ্জামান আরও জানান, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ৯টায় জাতীয় কর্মসূচির সঙ্গে সংগীত পরিবেশন অব্যাহত রেখে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান দিবসটি পালন করবে। বাদ জোহর বা সুবিধামতো সময়ে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাশ বলেন, ‘বিকেল সাড়ে ৪টায় যশোর টাউন হল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। সন্ধ্যা ৬টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বরে ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। সুবিধাজনক সময়ে শিল্পকলা একাডেমিতে শিশুদের দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

এদিকে দিবসটি উপলক্ষে ইতিমধ্যে যশোরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাস্ক ছাড়া কেউ কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। স্বাস্থ্যবিধি মেনেই শহীদ বেদিতে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে দুজনের বেশি না যাওয়ার জন্য বলা হয়েছে।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের উপস্থিতিতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মহামারি সামনে রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মাস্ক ছাড়া কেউ কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। যশোর কেন্দ্রীয় শহীদ মিনারসহ দিবস পালনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশ।’

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশ মুখে হাত ধোঁয়ার বেসিন ও লিকুইড সাবান রাখা, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত