Ajker Patrika

ইসরায়েলের বসতি নির্মাণ নিয়ে সমালোচনা যুক্তরাষ্ট্রের

রয়টার্স, ওয়াশিংটন
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১১: ১৪
ইসরায়েলের বসতি নির্মাণ নিয়ে সমালোচনা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির এ ঘোষণার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘পশ্চিম তীরে ইসরায়েলের কয়েক হাজার বাড়িঘর নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আমরা এ সিদ্ধান্তের ঘোর বিরোধী।’

পশ্চিম তীরে নতুন ১ হাজার ৩০০ ঘর নির্মাণের জন্য গত রোববার দরপত্র আহ্বান করে ইসরায়েল। তা ছাড়া, সেখানে আরও ৩ হাজার ঘর বানানোর পরিকল্পনা রয়েছে দেশটির।

১৯৬৭ সালের যুদ্ধের পর গাজা ও পূর্ব জেরুজালেমের মতো পশ্চিম তীরও দখলে নেয় ইসরায়েল। গাজা থেকে সরে এলেও জেরুজালেম ও পশ্চিম তীরে বসতি বানাতে থাকে ইসরায়েল। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে করা এক চুক্তিতে এ ধরনের আগ্রাসন বন্ধ রাখতে সম্মত হয় ইসরায়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত