Ajker Patrika

নৌকায় ভোট দেওয়ায় একঘরে ৭ পরিবার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ৩০
নৌকায় ভোট দেওয়ায় একঘরে ৭ পরিবার

দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় তিন দিন ধরে সাত পরিবারকে একঘরে রাখার অভিযোগ উঠেছে। এই সাত পরিবারের কারওর সঙ্গেই চলাফেরা ও সামাজিকভাবে মেলামেশা করছে না এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে।

এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন একঘরে হওয়া সাত পরিবারের সদস্যরা।

অভিযোগে উল্লেখ করা, দোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী আনোয়ার মিয়া আনুকে নৌকা প্রতীকে ভোট দেন তাঁরা। এতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়ার নির্দেশে এক মুক্তিযোদ্ধা পরিবারসহ সাত পরিবারকে গ্রাম-পঞ্চায়েতে একঘরে করে রেখেছে।

গত ১৩ নভেম্বর রাতে দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের খোকন মিয়ার মাঠে সৌদি আরব প্রবাসী ছমির উদ্দিনের আয়োজনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একঘরে করে রাখা পরিবারেরা হলেন রাজনপুর গ্রামের সফিক মিয়া (৩৫), জুবের হেলাল (৪০), হাবিবুর রহমান (৩৫), লুৎফর রহমান (২৮), আকরামুল হক সোহেল, আনোয়ার হোসেন (৪৫), আলীরাজ সানীয়া (২৫)।

এদিকে প্রবাসী ছমির উদ্দিনের বক্তব্য দেওয়া বৈঠকের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগকারী রাজনপুর গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান মো. লুৎফুর রহমান বলেন, ‘১৩ তারিখে সভা করে আমাদের পরিবারকে একঘরে ঘোষণা করা হয়। এরপর আমাকে মসজিদ কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাজারের কারওর দোকান থেকে সবজি, মালামালও কিনতে দেওয়া হচ্ছে না।’

রাজনপুর গ্রামের একঘরে করে রাখা মো. জুবের আহমদ বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ভোট না দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ায় মাইকে ঘোষণা দিয়ে আমাদের একঘরে করা হয়েছে। সকাল থেকে আমার রুটিরুজির একমাত্র অবলম্বন মুদি দোকান খুলে বসে আছি, সারা দিনে একজন মানুষও দোকানে আসেনি। গ্রাম পঞ্চায়েতবাসী সিদ্ধান্ত দিয়েছে আমাদের সঙ্গে কথা বললে ৫০০ টাকা জরিমানা করা হবে।’

তবে প্রবাসী ছমির উদ্দিন একঘরে করে রাখার তথ্য অস্বীকার করে বলেন, ‘একঘরে করে রাখার বিষয়টি সঠিক নয়।’

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, ‘এমন ঘটনা শোনার পরপরই ভুক্তভোগী পরিবারের সদস্যদের ডেকেছি। তাঁদের সঙ্গে কথাও বলেছি। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত