মিনহাজ তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কোথাও লাগানো হয়েছে কোচিং সেন্টারের পোস্টার, কোথাও আবার সাঁটানো হয়েছে ছাত্রনেতাদের শুভেচ্ছাসংবলিত ব্যানার। দূর থেকে দেখে মনে হবে পরিত্যক্ত কোনো স্থাপনা অথচ এটিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকের চিত্র। পোস্টার-ব্যানারে এমনভাবে ফটক ছেয়ে ফেলা হয়েছে, ভালো করে না তাকালে বোঝার উপায় নেই, এটি দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠের মূল ফটক, যেটি শিক্ষার্থীদের কাছে ১ নম্বর গেট নামে পরিচিত।
মূল ফটকসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রায় সব জায়গা ঘুরে দেখা গেছে একই চিত্র। দীর্ঘদিন ধরে এসব পোস্টার, ব্যানার, ফেস্টুন টাঙিয়ে রাখায় প্রধান ফটকসহ ক্যাম্পাসের সৌন্দর্য হারাচ্ছে। তবে দীর্ঘদিন ধরে এই ব্যানারগুলো রাখা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এগুলো সরানোর তেমন কোনো পদক্ষেপ দেখা যায় না।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের প্রায় সবটুকু জায়গাজুড়েই পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে। শুধু মূল ফটক নয়, ফটকের আশপাশও ভরে আছে ব্যানার-ফেস্টুনে। এর মধ্যে অধিকাংশ পোস্টার বিভিন্ন কোচিং সেন্টারের। আছে ওরস, মোটরসাইকেলের শোরুম, রেস্টুরেন্টের বিজ্ঞাপন, বাদ যায়নি স্থানীয় ছাত্রনেতাদের পোস্টারও।
মূল ফটক থেকে একটু ভেতরে স্টেশনচত্বর, স্মরণচত্বর, বিভিন্ন আবাসিক হলের ফটক, অনুষদ ভবন, হলের দেয়াল, ঝুপড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়ও দেখা গেছে একই ধরনের পোস্টার-ব্যানার।
মূল ফটকের পাশে কয়েকটি ব্যানার টানিয়েছেন উত্তর জেলা ছাত্রলীগের নেতা ইকবাল হোসেন ও তাঁর অনুসারীরা। ইকবাল হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। ব্যানার টানাতে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে ব্যানার টানিয়েছি। সচরাচর সবাই টানায়, আমিও টানিয়েছি।’ যদিও এর আশপাশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো নেতার ব্যানার দেখা যায়নি। তবে ইসলামী ছাত্রসেনার একটি ব্যানার দেখা গেছে।
ইমদাদুল হক নামের এক শিক্ষার্থী বলেন, এসব ব্যানার-পোস্টারে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হারাচ্ছে। যত দ্রুত সম্ভব এই ব্যানারগুলো প্রশাসনের সরিয়ে ফেলা উচিত।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের একটা সিদ্ধান্ত ছিল; ব্যানার-ফেস্টুন এভাবে রাখা যাবে না। বোর্ডের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় ব্যানার রাখার নিয়ম আছে। প্রক্টরের অনুমতি ছাড়া কোথাও তো ব্যানার-পোস্টার লাগানো যায় না। মূল ফটকসহ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যহানি করে এমন পোস্টার-ব্যানার রাখা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, তাঁরা বিষয়টি এস্টেট শাখাকে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় খুললে তাঁরা এসব ব্যানার-পোস্টার অপসারণ করবেন।
কোথাও লাগানো হয়েছে কোচিং সেন্টারের পোস্টার, কোথাও আবার সাঁটানো হয়েছে ছাত্রনেতাদের শুভেচ্ছাসংবলিত ব্যানার। দূর থেকে দেখে মনে হবে পরিত্যক্ত কোনো স্থাপনা অথচ এটিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকের চিত্র। পোস্টার-ব্যানারে এমনভাবে ফটক ছেয়ে ফেলা হয়েছে, ভালো করে না তাকালে বোঝার উপায় নেই, এটি দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠের মূল ফটক, যেটি শিক্ষার্থীদের কাছে ১ নম্বর গেট নামে পরিচিত।
মূল ফটকসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রায় সব জায়গা ঘুরে দেখা গেছে একই চিত্র। দীর্ঘদিন ধরে এসব পোস্টার, ব্যানার, ফেস্টুন টাঙিয়ে রাখায় প্রধান ফটকসহ ক্যাম্পাসের সৌন্দর্য হারাচ্ছে। তবে দীর্ঘদিন ধরে এই ব্যানারগুলো রাখা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এগুলো সরানোর তেমন কোনো পদক্ষেপ দেখা যায় না।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের প্রায় সবটুকু জায়গাজুড়েই পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে। শুধু মূল ফটক নয়, ফটকের আশপাশও ভরে আছে ব্যানার-ফেস্টুনে। এর মধ্যে অধিকাংশ পোস্টার বিভিন্ন কোচিং সেন্টারের। আছে ওরস, মোটরসাইকেলের শোরুম, রেস্টুরেন্টের বিজ্ঞাপন, বাদ যায়নি স্থানীয় ছাত্রনেতাদের পোস্টারও।
মূল ফটক থেকে একটু ভেতরে স্টেশনচত্বর, স্মরণচত্বর, বিভিন্ন আবাসিক হলের ফটক, অনুষদ ভবন, হলের দেয়াল, ঝুপড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়ও দেখা গেছে একই ধরনের পোস্টার-ব্যানার।
মূল ফটকের পাশে কয়েকটি ব্যানার টানিয়েছেন উত্তর জেলা ছাত্রলীগের নেতা ইকবাল হোসেন ও তাঁর অনুসারীরা। ইকবাল হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। ব্যানার টানাতে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে ব্যানার টানিয়েছি। সচরাচর সবাই টানায়, আমিও টানিয়েছি।’ যদিও এর আশপাশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো নেতার ব্যানার দেখা যায়নি। তবে ইসলামী ছাত্রসেনার একটি ব্যানার দেখা গেছে।
ইমদাদুল হক নামের এক শিক্ষার্থী বলেন, এসব ব্যানার-পোস্টারে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হারাচ্ছে। যত দ্রুত সম্ভব এই ব্যানারগুলো প্রশাসনের সরিয়ে ফেলা উচিত।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের একটা সিদ্ধান্ত ছিল; ব্যানার-ফেস্টুন এভাবে রাখা যাবে না। বোর্ডের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় ব্যানার রাখার নিয়ম আছে। প্রক্টরের অনুমতি ছাড়া কোথাও তো ব্যানার-পোস্টার লাগানো যায় না। মূল ফটকসহ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যহানি করে এমন পোস্টার-ব্যানার রাখা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, তাঁরা বিষয়টি এস্টেট শাখাকে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় খুললে তাঁরা এসব ব্যানার-পোস্টার অপসারণ করবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪