Ajker Patrika

মহাসড়কের সৌন্দর্যবর্ধনে ১০ কিলোমিটার যানজট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
মহাসড়কের সৌন্দর্যবর্ধনে ১০ কিলোমিটার যানজট

৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমনকে উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ কাজের কারণে কয়েক দিন ধরে তীব্র যানজট দেখা দিয়েছে মহাসড়কটিতে।

গতকাল বুধবার নগরীর সিটি গেট থেকে সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে চট্টগ্রামমুখী দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।

গতকাল সকাল নয়টা থেকে শুরু হওয়ায় সংস্কারকাজ বিরামহীন গতিতে একটানা ছয়টা পর্যন্ত চলে। এরপর সংস্কারকাজ বন্ধে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে যানবাহন চলাচল।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক সংস্কারকাজের কারণে চট্টগ্রামমুখী সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজটে পড়া অনেক চালক ধৈর্যহীন হয়ে উল্টো পথে গাড়ি চালিয়ে নেওয়ার চেষ্টা করেন; যে কারণে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

সওজ বিভাগ জানিয়েছে, ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠের জনসভায় আসবেন। তাঁর আগমনকে ঘিরে মহাসড়কের সীতাকুণ্ড অংশের চট্টগ্রামমুখী লেনে কার্পেটিংয়ের পাশাপাশি চলছে সংস্কারকাজ। এ কাজের পাশাপাশি চট্টগ্রামমুখী সড়ক ও ফৌজদারহাটের বাইরে সংযোগ সড়কে সৌন্দর্য বর্ধন ও সংস্কারকাজ চলছে। এ জন্য সাময়িকভাবে যানজটের সৃষ্টি হচ্ছে।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের ভাটিয়ারি এলাকায় চট্টগ্রামমুখী লেনে চলছে চলছে কার্পেটিংয়ের কাজ। কাজটি করছে সওজের বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড। সংস্কারকাজের কারণেই চট্টগ্রামমুখী সড়কটি বন্ধ থাকায় দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়েছে। যানজটের শুরুতে কিছুটা ধীর গতিতে গাড়ি চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট প্রকট আকার ধারণ করে। এতে দীর্ঘক্ষণ যানজটের দাঁড়িয়ে থাকার পর ধৈর্যচ্যুত হয়ে অনেক চালক উল্টো পথে গাড়ি ঢুকিয়ে দেন। যার কারণে ঢাকামুখী সড়কেও যানজটের সৃষ্টি হয়।

যানজটে আটকা পড়া যাত্রী হরিপদ রায় জানান, তিনি সকালে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা করেন। টানা সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় যানজটে আটকে থাকার পর গন্তব্যে পৌঁছাতে পারেন তিনি।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সবুর আহমেদ বলেন, ‘একদিকে সড়ক সংস্কারকাজের কারণে চট্টগ্রামমুখী সড়কে তীব্র যানজট, অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠানের গাড়ি মহাসড়কের চারপাশের যত্রতত্র দাঁড়িয়ে থাকা ও ইউ টার্ন নেওয়ার কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে।’

সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমনকে ঘিরে সড়কের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত