Ajker Patrika

নকল বৈদ্যুতিক তার তৈরি করায় জরিমানা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৭: ৪৭
Thumbnail image

পুঠিয়া উপজেলার একটি কারখানায় নকল বৈদ্যুতিক তার তৈরি করা হচ্ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা কারখানাটিতে অভিযান চালিয়ে তা হাতেনাতে ধরেছেন। এ সময় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে কারখানাটি থেকে তিন হাজার গজ মোড়ক, ৫০০টি লেবেল, ২০ কয়েল নকল তার ও দুটি পিতলের চাকতি জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ পুঠিয়ার পূর্ব কাঁঠালবাড়িয়া গ্রামে ‘এবি কেব্‌লস’ নামের এই কারখানায় অভিযান চালান। র‍্যাব-৫-এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানার মালিক ছিলেন না। তাই মালিকের ভাই দেলোয়ার হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেন।

হাসান-আল-মারুফ জানান, এবি কেব্‌লসের বৈদ্যুতিক তার উৎপাদনের লাইসেন্স আছে। তারা নিজেদের নামে কেব্‌ল তৈরি করতে পারবে। কিন্তু এই কারখানায় বিআরবি ও বিজলী কেব্‌লসহ নামের কোম্পানির তার তৈরি করা হয়। এই তার কিনে ক্রেতারা প্রতারিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত