Ajker Patrika

৪০ বছরেও পাকা হয়নি রাস্তা

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ২৪
৪০ বছরেও পাকা হয়নি  রাস্তা

আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার জোড় ব্রিজের কাছ থেকে বড় বাশাইল হাকিম মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কাঁচা। এতে বড় বাশাইল গ্রামের কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানিয়েছে রাস্তাটির বয়স প্রায় ৪০ বছর। এ সময়ের মধ্য রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি, তাই ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা।

রাজিহার জোড় ব্রিজের পাশ থেকে বড় বাশাইল হাকিম মোল্লার বাড়ি পর্যন্ত এই আড়াই কিলোমিটার মাটির রাস্তা দিয়ে গ্রামের শতাধিক পরিবারের লোকজন চলাচল করে। বর্ষা মৌসুমে এলাকার লোকজনকে বাশাইল ও রাজিহার বাজার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং উপজেলা সদরে যাতায়াত করতে ৪-৫ কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়।

বড় বাশাইল গ্রামের মোহাম্মদ আলী মোল্লা বলেন, পাকা হওয়াতো দূরের কথা, একখানা ইটও আজ পর্যন্ত কেউ বসায়নি।

রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, ‘ইউনিয়নের অধিকাংশ রাস্তা পাকা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ রাস্তাটিও পাকা হয়ে যাবে।’

উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান বলেন, ‘রাস্তাটি সরেজমিন পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...