Ajker Patrika

তিন সন্তানসহ বিষপান বাবা-মেয়ের মৃত্যু

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ৫৩
তিন সন্তানসহ বিষপান বাবা-মেয়ের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে তিন ছেলেমেয়েকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন আনোয়ার হোসেন (৪০)। এতে আনোয়ার হোসেন ও নয় বছর বয়সী মেয়ে সুমাইয়া আক্তার রাফির মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় দেড় বছর বয়সী ছেলে জাবেদ ইকবাল ও তিন বছর বয়সী মেয়ে মাহিমা তানিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার ভোরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে স্ত্রী রেহেনা আক্তারের সঙ্গে কলহ চলছিল আনোয়ারের। গত শনিবার আবারও ঝগড়া হয়। একপর্যায়ে রেহেনা বাড়ি থেকে চলে যান। এর জের ধরে আনোয়ার হোসেন শনিবার দিবাগত রাতে চার ছেলেমেয়েকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন। এতে আনোয়ার হোসেন ও নয় বছরের মেয়ে সুমাইয়ার মৃত্যু হয়। অপর দুই সন্তানকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, তাদের মধ্যে টুকটাক কলহ চলত। বারণ করে বেশ কয়েকবার সমাধান করেছেন। গত শনিবার কলহ হলে রেহেনা ছেলেমেয়ে রেখে চলে যান। এর পরিপ্রেক্ষিতে গভীর রাতে বিষ পানের ঘটনা ঘটায় আনোয়ার।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান, পারিবারিক কলহের জের ধরে বিষপানের ঘটনা ঘটান জালিয়াপাড়ার ফোরকান আহমদের ছেলে আনোয়ার হোসেন। এতে আনোয়ার ও এক মেয়ের মৃত্যু হয়। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত