Ajker Patrika

সাবেক ইউপি সদস্যকে হাতুড়িপেটা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ১৪
সাবেক ইউপি সদস্যকে হাতুড়িপেটা

ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্য মো. গোলাম ফারুক মোল্লাকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরের হাটের দক্ষিণ মাথায় এই ঘটনা ঘটে। গালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম ও তাঁর ভাইয়ের নামে পোস্টার টানিয়ে অপপ্রচারের অভিযোগে হাতুড়িপেটা করা হয় বলে জানা গেছে।

অভিযুক্ত আমিনুল ইসলাম গালুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি, বর্তমান আওয়ামী লীগ নেতা। ভুক্তভোগী গোলাম ফারুক মোল্লা একই এলাকার মৃত আলীম মোল্লার ছেলে ও কৃষক দলের আহ্বায়ক এবং সাবেক ইউপি সদস্য।

গোলাম ফারুক মোল্লা অভিযোগ করেন, পুটিয়াখালী মীরের হাট এলাকায় তাঁর একটি ভবন রয়েছে। ওই ভবন জমিসহ ৩৫ লাখ টাকায় বিক্রির চুক্তি হয় এবং শুক্রবার সকালে জহিরুল ও মহিউদ্দিনের বাড়ি গিয়ে তাদের মা আনোয়ারা পারভিনের কাছ থেকে ১০ লাখ টাকা বায়না নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আমিনুল ইসলাম, বাদল, মনির, তাওহীদসহ ১০-১৫ জন হামলা চালিয়ে ফারুক মোল্লাকে জখম করেন। এ সময় ভবন বিক্রির বায়নার ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ফারুক মোল্লা জীবন বাঁচাতে ঘটনাস্থলের পাশের জাহাঙ্গিরের দোকানে আশ্রয় নেন।

অভিযুক্ত ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘আমাকে হেয়প্রতিপন্ন করতে আমার ভাই আবুল কালাম আজাদ লিটনকে নারীদের ছবির সঙ্গে জড়িয়ে রাতে বাজারে পোস্টার লাগিয়েছেন। খবর পেয়ে রাতে বাজারে এসে ফারুক মোল্লাকে না পেয়ে চলে যাই। ভোরে বাজারে পেয়ে পোলাপানে কি করছে তা আমার জানা নেই।’ টাকা ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, ‘এত সকালে কেহ টাকা নিয়ে বের হয় নাকি? এমন অভিযোগ হাস্যকর।’

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত