Ajker Patrika

প্রকল্পের ব্যয় বাড়ল ১০৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১: ৩৩
প্রকল্পের ব্যয় বাড়ল ১০৬ কোটি টাকা

আরেক দফায় ব্যয় বাড়িয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বাড়াইপাড়া খাল খনন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)

গতকাল মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এটি অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি বাস্তবায়নে এবার ব্যয় বাড়ানো হলো ১০৬ কোটি ৬২ লাখ টাকা।

সভায় উপস্থিত সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। কোনো ধরনের ম্যাচিং ফান্ড ছাড়াই পুরো প্রকল্প সরকারি ফান্ডে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

এই প্রকল্পের আওতায় ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ খাল খনন, খালের উভয় পাশে ২০ ফুট করে সড়ক ও ৬ ফুট করে ফুটপাত থাকবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৬২ কোটি ৬২ লাখ টাকা। চার বছর মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ড্রেনেজ মাস্টারপ্ল্যানে নগরের জলাবদ্ধতা নিরসনে বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত দুই দশমিক নয় কিলোমিটার দৈর্ঘ্যের খাল খননের সুপারিশ করার পর ২০১৪ সালের জুন মাসে খাল খনন প্রকল্পটি প্রথম একনেক সভায় অনুমোদন পায়। তখন ৩২৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা বলা হয়। কিন্তু সরকারি অর্থ বরাদ্দ না পাওয়ায় এবং জমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় প্রথম মেয়াদে প্রকল্পের কোনো কাজই করতে পারেনি সিটি করপোরেশন। এরপর ২০১৭ সালের নভেম্বর একনেকে প্রকল্পটি পুনর্বিবেচনা করে আবারও অনুমোদন দেয়। ওই সময় ২০২০ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়। ওই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৫৬ কোটি টাকা। এরপর সর্বশেষ আজ একনেক সভায় প্রকল্পটি (দ্বিতীয় দফায় সংশোধিত) অনুমোদন দেয়া হয়। এবার ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত