Ajker Patrika

আওয়ামী লীগের চার বিদ্রোহী বহিষ্কার

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ৩৯
আওয়ামী লীগের চার বিদ্রোহী বহিষ্কার

কালিহাতী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চারজনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দল থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে দপ্তর সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, যাঁরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেন, তাঁদের তালিকা দিতে দশটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে।

বহিষ্কৃতরা হলেন নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের উপদেষ্টা ও সাবেক সহসভাপতি মো. সাদেক আলী তালুকদার, নাগবাড়ী ইউপিতে উপজেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, দুর্গাপুর ইউপিতে আ.লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম ও দশকিয়া ইউপিতে উপজেলা আ.লীগের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত