Ajker Patrika

কোচিং সেন্টারে প্রেম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৬
কোচিং সেন্টারে প্রেম

তখনো টিভি পর্দায় দেখা যায়নি মোশাররফ করিমকে। একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। সেখানকার শিক্ষার্থী ছিলেন জুঁই। একসময় কোচিং শেষ হয় জুঁইয়ের। তিনি আর আসেন না। জুঁইয়ের অনুপস্থিতি মন খারাপ করে দেয় মোশাররফের। মোশাররফ বলেন, ‘আমার মনে হচ্ছিল ও আসে না কেন? আবার ভাবতাম, না আসলে আমার কী? একটা সময় মনে হলো, জুঁই না আসলে আমার অনেক কিছু। সেই অনেক কিছুই আমার প্রেম।’

এরপর একদিন রাস্তায় দেখা। কথা বললেন দুজন, মোশাররফের মনে হলো যেন তপ্ত দুপুরে ঝুমবৃষ্টি নামল। তারপর আবার অনেক দিন দেখা নেই। একসময় ওই কোচিংয়েই শিক্ষিকা হয়ে যোগ দেন জুঁই। যখন সহকর্মী হলেন, মোশাররফ ভাবলেন, এখন বুঝি বলা যায়। মোশাররফ বলেন, ‘ভেবেছিলাম আমাদের সম্পর্কটা হবে না। আবার মনে হলো, না হোক মনের কথাটা অন্তত বলা উচিত। বুকে সাহস নিয়ে বলে দিলাম মনের কথা।’

জুঁই বলেন, ‘দেড় বছর একসঙ্গে শিক্ষকতা করার পর সে-ই আমাকে প্রথম ভালোবাসার কথা জানায়। ও আমাকে বলল, “আমি তোমাকে ভালোবাসি। কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকেও ভালোবাসতে হবে।” কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। দুই দিন সময় নিয়েছিলাম। দুই দিন পর সম্মতিটাও জানালাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত