Ajker Patrika

কমলনগরে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২২: ১৫
কমলনগরে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি জমি থেকে ১৬টি কাঁচা ও আধা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরলরেন্স পূর্ব বাজারের ভূমি অফিসের সামনে থেকে এসব স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে একাধিকবার নোটিশ দিয়ে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় উপজেলা ভূমি অফিস। কিন্তু এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা। এ সময় উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবুল কাশেম ও চরলরেন্স ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

হাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিস ও চরলরেন্স ভূমি অফিস নির্মাণের কাজ চলছে। উপজেলা ভূমি অফিসের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য ওই বাজারের ১৬-১৭টি ঘরের একসনা বন্দোবস্ত বাতিল করে স্থানীয় প্রশাসন। তাদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিলেও তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। যে কারণে উপজেলা ভূমি অফিস অভিযান চালায়।

তবে দোকান মালিক আবুল কাশেম মাস্টার অভিযোগ করে বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ব্যবসা করছি। এ দোকানঘরগুলো উচ্ছেদের নোটিশ পাওয়ার পর আদালতে মামলা করি। এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিটও চলমান। কিন্তু এসব কিছুই আমলে নেওয়া হয়নি।’

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত