Ajker Patrika

নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই

নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন কবি, ভাবুক ও রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘গণতন্ত্র হলো রাষ্ট্রের একটা ধরন। বাড়িটা হলো রাষ্ট্র, আর এটি নিয়ন্ত্রণ করবে, সেটা ঠিক করাই হলো নির্বাচন। যেখানে বাড়িরই ঠিক নেই, সেখানে কী নির্বাচন করবেন? এ জন্য বারবার বলা হচ্ছে গঠনের কথা। এই সরকারকে এই বিষয়গুলো ঠিক করতে হবে। না হলে মারাত্মক ভুল হবে। 

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘গণ-অভ্যুত্থান-২৪: জনআকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় ফরহাদ মজহার এসব কথা বলেন। ‘দ্য ভয়েস অব টাইমস’ এই আলোচনা সভার আয়োজন করে। 

উপদেষ্টার সরকার নিয়ে ফরহাদ মজহার বলেন, ‘জনগণের অভিপ্রায় হচ্ছে গণতন্ত্র। জনগণের অভিপ্রায় বিসর্জন দিয়ে এখন একটা উপদেষ্টা সরকার বানানো হয়েছে। যেহেতু এটা অন্তর্বর্তী সরকার, তাই প্রশাসনের সর্বস্তরে জনগণের অংশগ্রহণ করতে হবে। কিন্তু এই সরকারের সেটা হচ্ছে না।’ 

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে ফরহাদ মজহার বলেন, ‘এটা খুব ভালো লক্ষণ নয়। আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার, কিন্তু তা করা হয়নি।’ 

বুদ্ধিজীবীরা সমাজ বদলায়নি বদলেছে তরুণেরা—অনুষ্ঠানে আসা এমন একটি বক্তব্য টেনে এনে ফরহাদ মজহার বলেন, ‘বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না—এমনটা বলেছেন একজন তরুণ। একটা কথা মনে রাখতে হবে, বুদ্ধিজীবিতা ছাড়া বাংলাদেশকে গঠন করতে পারব না।’ 

ফরহাদ মজহার সেই তরুণকে উদ্দেশ করে বলেন, ‘সে আর একটা কথা বলেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাংলাদেশে গণ-অভ্যুত্থান হচ্ছে, এটা জানত না। এটা ভুল কথা। ২০২৩ সালে আমাদের একটা বই বের হয়েছিল। বইটির নাম ‘গণ-অভ্যুত্থান ও গঠন’। ২০২৩ সালের ৫ আগস্ট এটা প্রকাশ পায়। বাংলাদেশের তরুণদের বড় একটা অংশ সেই বই দ্বারা প্রভাবিত হয়েছে। সেই বই তারা পড়েছে। সেই বই থেকে তারা দিকনির্দেশনা পেয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত