Ajker Patrika

দুজনকে কুপিয়ে জখম

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৪: ৩১
Thumbnail image

ঈশ্বরগঞ্জে মধ্যরাতে বাড়িতে ঢুকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেলকে (৪৫) কুপিয়ে জখম করা হয়েছে। বাধা দিতে গেলে সোহেলের স্ত্রী মাহমুদা রহমান মনিকেও (৩৫) জখম করে হামলাকারীরা। রাতেই দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বুধবার রাত তিনটার দিকে আঠারোবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁওয়ে এ ঘটনা ঘটে। আহত সোহেল ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। তিনি আঠারোবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বুধবার রাতে তাঁর বাড়িতে ১০-১৫ জন লোক প্রবেশ করে। তারা বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তাঁর চিৎকারে পাশের কক্ষে থাকা স্ত্রী মাহমুদা রহমান মনি সোহেলকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। তাঁদের চিৎকারে সোহেলের বড় ভাই আশরাফ সিদ্দিকী জুয়েল এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে জুয়েলের ঘরে ঢুকে আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণ ও ১৩ হাজার টাকা নিয়ে চলে যায়।

আহত সোহেলের বড় ভাই আশরাফ সিদ্দিকী জুয়েল বলেন, ‘রাত পৌনে তিনটার দিকে ১০-১৫ মুখোশধারী দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এরপর তাদের হাতে থাকা রামদা, চাপাতি, কিরিজ দিয়ে আমার ছোট ভাই সোহেলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে সোহেলের স্ত্রী বাধা দিতে গেলে তাঁকেও মারাত্মকভাবে জখম করে।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত