Ajker Patrika

৯ দিনে ৬৬ শিশু হাসপাতালে ভর্তি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ৫৪
৯ দিনে ৬৬ শিশু হাসপাতালে ভর্তি

বগুড়ার নন্দীগ্রামে শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে রোটা ভাইরাসের (ডায়রিয়াজনিত রোগ) সংক্রমণ বাড়ছে শিশুদের। এ ছাড়া সর্দি-কাশি ও নিউমোনিয়া রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

চিকিৎসকেরা বলছেন, শিশুদের যাতে ঠান্ডা না লাগে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। এ ছাড়া শিশুদের গরম ও বেশি করে তরল খাবার খাওয়াতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক রোগীই হাসপাতালে আসছে। বিশেষ করে শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। রোটা ভাইরাস সংক্রমণের কারণে শিশুদের ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। ৯ দিনে ৬৬ জন শিশুকে ডায়রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার বেলঘড়িয়া গ্রামের এক শিশুর বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলের ডায়রিয়া শুরু হলে ডাক্তারের পরামর্শে তিন দিন আগে হাসপাতালে ভর্তি করাই। এখন অনেকটাই ভালো।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কাহালু উপজেলার শান্তা গ্রামের ছয় মাসের শিশু জাজিম। তার মা জাকিয়া সুলতানা বলেন, ‘দুই দিন হলো আমার ছেলে বারবার বমি ও পাতলা পায়খানা করছিল। ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। এখন এখানেই চিকিৎসা চলছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোফাজ্জল হোসেন মণ্ডল বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের যেন ঠান্ডা না লাগে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। এ ছাড়া শিশুদের গরম পরিবেশে রাখার পাশাপাশি গরম খাবার ও বেশি করে তরল খাবার খাওয়াতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত