Ajker Patrika

‘প্রয়োজনীয় কাপড় নিয়ে যান অপ্রয়োজনীয়টি রেখে যান’

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
‘প্রয়োজনীয় কাপড় নিয়ে যান অপ্রয়োজনীয়টি রেখে যান’

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর শহরের থানা মোড়সহ পৌরসভা এলাকার তিনটি পয়েন্টে তৈরি করা হয়েছে মানবতার দেয়াল। স্থানীয় অরাজনৈতিক সংগঠনের ‘অনার্স অ্যান্ড মাস্টার্স ছাত্র কল্যাণের’ উদ্যোগে এ সব দেয়াল তৈরি করা হয়। শীতে নিম্ম আয়ের ছিন্নমূল মানুষের প্রয়োজনীয় পোশাকের চাহিদা মেটাতে এসব দেওয়াল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গত সোমবার রাতে পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ আনুষ্ঠানিকভাবে এ সব দেয়ালের উদ্বোধন করেন। এ সময় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল মোহাম্মদ গাউস, বর্তমান সভাপতি হৃদয় হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল আলম হিমেল, উপদেষ্টা শাহজাহান সিরাজ, আতাউর রহমান সোহাগ, এনামুল হক সুমন, শাহীন আলম, ফরহাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া পৌর সদরের থানা মোড়ে গেলে দেখা যায়, ‘আপনার প্রয়োজনীয় কাপড়টি নিয়ে যান, আপনার অপ্রয়োজনীয় কাপড়টি এখানে রেখে যান’ লেখা পোস্টার দেওয়া সাঁটানো। দেওয়ালে রয়েছে কাপড় ঝুলানোর ব্যবস্থা। ওই দেওয়ালে ঝুলানো পোশাক নেড়েচেড়ে দেখছেন কয়েকজন নিম্ন আয়ের মানুষ। এ সময় একজন আরেক জনকে বলছেন, এখানে কাপড় কেন? পাশে থাকা আরেকজন বলছেন, লাগলে নিয়ে যা।

একজন রিকশাচালক বলেন, 'এমন উদ্যোগ নেওয়ায় আমাদের মতো মানুষের বেশ উপকার হয়েছে। প্রয়োজন মতে এখান থেকে কাপড় নিয়ে শীত কাটাতে পারব।' সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল মোহাম্মদ গাউস বলেন, সামর্থ্যবান প্রত্যেকের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো উচিত। সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ। এতে একদিকে যেমন ছিন্নমূল লোকেরা উপকৃত হবে তেমনি বিত্তবানেরা এগিয়ে আসবে।

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ বলেন, 'আমাদের সবার উচিত সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করা। স্থানীয় তরুণেরা মেধা, বুদ্ধি ও শক্তি দিয়ে সমাজকে এগিয়ে নেবে। তাঁদের এমন উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত