Ajker Patrika

ইরাসমাস মুন্ডাস বৃত্তি: বিনা মূল্যে আবেদনের সুযোগ

মো. নাঈম হোসেন রনি
আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১০: ৫৮
ইরাসমাস মুন্ডাস বৃত্তি: বিনা মূল্যে আবেদনের সুযোগ

সারা বিশ্বে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয় ইরাসমাস মুন্ডাস ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক প্রদত্ত মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম। বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ এই বৃত্তি পৃথিবীর সব প্রান্তের শিক্ষার্থীদের ইউরোপের প্রায় সব দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ করে দেয়। এ ছাড়া ইরাসমাস মুন্ডাস বৃত্তির অন্যতম উদ্দেশ্য হলো, লেখাপড়ার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির, ভাষার এবং মূল্যবোধের আদান-প্রদান। এ বৃত্তি নিয়ে বিস্তারিত বলেছেন ইউনিভার্সিটি অব বার্সেলোনা, স্পেন ও ইউনিভার্সিটি অব বার্গেন, নরওয়েইরাসমাস মুন্ডাস কোয়ালি ইন অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরিজে স্নাতকোত্তর শিক্ষার্থী।

প্রতিবছর সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা থাকে। তবে বিভিন্ন প্রোগ্রাম অনুযায়ী, সময়সীমা ভিন্ন হতে পারে। আগে একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি প্রোগ্রামে আবেদন করতে পারলেও এখন সেই নিয়ম তুলে দেওয়া হয়েছে। ফলে একজন আবেদনকারী নিজের পছন্দ অনুযায়ী যত ইচ্ছে প্রোগ্রামে বিনা মূল্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্নাতক শেষ বর্ষে থাকা অবস্থায়ও আবেদন করতে পারবেন, সে ক্ষেত্রে বৃত্তির জন্য মনোনীত হলে মাস্টার্স শুরুর আগে অবশ্যই স্নাতক সম্পন্ন হতে হবে, নইলে বৃত্তি বাতিল হিসেবে গণ্য হবে। 

কীভাবে আবেদন করতে হবে

  • ইরাসমাস মুন্ডাসে আবেদন-প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে বিনা মূল্যে করা যায়। নিচের ওয়েবসাইটে বৃত্তির আওতাধীন সব ধরনের প্রোগ্রামের ওয়েবসাইট পাওয়া যাবে। 
  • নিজের পছন্দ অনুযায়ী প্রোগ্রাম বাছাই করে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদনের পদক্ষেপ এবং ন্যূনতম যোগ্যতা দেখে নিয়ে নিজেকে সেভাবে প্রস্তুত করাই শ্রেয়।
  • সাধারণত প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে আপলোড অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হয়।
  • প্রোগ্রামের প্রয়োজন অনুযায়ী, প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হতে পারে।

কী কী কাগজপত্র লাগে

  • স্নাতক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও সনদ (মাস্টার্স করা থাকলে তার ট্রান্সক্রিপ্ট ও সনদ)।
  •  সিভি (EUROPASS ফরম্যাট ব্যবহার সুবিধাজনক)।
  • ইংরেজি দক্ষতার সনদ (IELTS/TOFEL)। 
  • মোটিভেশন লেটার।
  • রিকমেন্ডেশন লেটার (২-৩টি)। 
  • রেসিডেন্সি সনদ (এলাকার কমিশনার/চেয়ারম্যান থেকে প্রাপ্ত)।
  • অন্যান্য (পাবলিকেশন, চাকরির অভিজ্ঞতা, সহপাঠ্য ক্রমিক কার্যকলাপের সনদ, ইত্যাদি।)। 

সুযোগ-সুবিধা

  • প্রতি মাসে ১০০০ ইউরো বৃত্তি (২৪ মাস)।
  • প্রতিবছর ৩০০০ ইউরো ভ্রমণ খরচ (২ বছর)। 
  • এককালীন ১০০০ ইউরো ভাতা (Installation fee)।
  • বিশ্ববিদ্যালয় টিউশন খরচ ও গবেষণা খরচ।
  • ইন্টার্নশিপ সুবিধা।
  • সামার স্কুল (প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে)। 
  • শেনজেন ভিসা।

নতুন গ্র্যান্টপ্রাপ্ত প্রোগামগুলোয় বৃত্তির পরিমাণ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া ন্যূনতম দুটি ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।

কীভাবে এগিয়ে থাকবেন

  • নিজের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রোগ্রাম বাছাই করা। 
  • অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রোগ্রামের সঙ্গে মিল রেখে মোটিভেশন লেটার লেখা। 
  • রিকমেন্ডেশন লেটারের জন্য শিক্ষক বা কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আগে থেকেই অবহিত করা। 
  • প্রোগ্রামের কো-অর্ডিনেটররা অত্যন্ত সহায়ক হয়ে থাকেন, আবেদনে কোনো বিভ্রান্তি থাকলে সরাসরি ই-মেইলের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করা। 
  • সময় নষ্ট না করে, যে বিষয়ে পড়তে আগ্রহী, সে-সম্পর্কিত দক্ষতা অর্জন করা। 

পরামর্শ
আত্মবিশ্বাস ও আত্মসংকল্প সফলতার চূড়ায় আসীন হতে সাহায্য করবে। যেকোনো বৃত্তি অর্জন অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ, কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার, সে জন্য ধৈর্য ধারণ করে দৃঢ়তার সঙ্গে নিজেকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে। কিছু ক্ষেত্রে নিজের বন্ধুবান্ধব বা সিনিয়ররা গাইড বা মেন্টর হিসেবে সাহায্যে আসতে পারে, তাই সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখা এবং অন্যকে সহযোগিতা করা জরুরি। সবার জন্য শুভকামনা ও অগ্রিম অভিনন্দন। 

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত