Ajker Patrika

অধস্তন আদালতে বিচারাধীন মামলা দেড় দশকে আড়াই গুণ

এস এম নূর মোহাম্মদ, ঢাকা
অধস্তন আদালতে বিচারাধীন মামলা দেড় দশকে আড়াই গুণ

অধস্তন আদালতে সাম্প্রতিক সময়ে নিষ্পত্তির হার বাড়লেও মামলাজটের লাগাম টানা যাচ্ছে না। গত দেড় দশকের ব্যবধানে মামলার সংখ্যা বেড়ে হয়েছে প্রায় আড়াই গুণ। দেড় দশক আগে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের অধস্তন আদালতগুলোতে বিচারাধীন মামলা ছিল প্রায় ১৫ লাখ। চলতি বছরের মার্চে এই সংখ্যা ৩৬ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

জ্যেষ্ঠ আইনজীবীরা মনে করেন, মামলার এই জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দেওয়া, বিচারকদের দক্ষতা বাড়ানো এবং বিচারকের সংখ্যা আরও বাড়ানো দরকার।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির আজকের পত্রিকাকে বলেন, মামলার অনুপাতে বিচারক বাড়াতে হবে। তবে বিচারক বাড়ানোই একমাত্র সমাধান নয়। বিকল্প বিরোধ নিষ্পত্তির দিকেও জোর দেওয়া প্রয়োজন। আপস-মীমাংসা হলে মামলা কমে যাবে। এ ছাড়া আইনজীবী ও বিচারকদের মামলা নিষ্পত্তির বিষয়ে কমিটমেন্ট (অঙ্গীকার) থাকতে হবে। তাহলে মামলার জট কমবে।

প্রায় একই রকম অভিমত দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তিনি অবশ্য বলেন, অভিজ্ঞতাসম্পন্ন বিচারক পেতে আইনজীবীদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। এতে বিচারক হওয়ার আগেই আদালতের বিষয়ে ভালোভাবে জানার সুযোগ হবে। এ ছাড়া বিচারকদের সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে, যাতে আইনজীবীরা আসতে উৎসাহিত হন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের অধস্তন আদালতে বিচারাধীন ছিল ১৪ লাখ ৮৯ হাজার ১২১টি মামলা। ২০০৯ সালে তা বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ৪৪ হাজার ১৩৫টিতে। ২০১০ সালে ১৭ লাখ ৩ হাজার ৬৩৫ এবং ২০১১ সালে ১৮ লাখ ৪৫ হাজার ৮৮৬টিতে দাঁড়ায়। ২০১২ সালে ৩ লাখ বেড়ে হয় ২১ লাখ ৩৫ হাজার ৪৪৯। পরের বছর আরও ৩ লাখ বেড়ে দাঁড়ায় ২৪ লাখ ৯ হাজার ৬৭১টিতে। ২০১৪ সালে বেড়ে হয় ২৬ লাখ ৩০ হাজার ৫২১। পরের তিন বছরে বৃদ্ধির হার কিছুটা কম ছিল। ২০১৮ প্রায় দুই লাখ বেড়ে মামলা দাঁড়ায় ৩০ লাখ ৩২ হাজার ৬৫৬টিতে। ২০১৯ সালে সংখ্যাটি হয় ৩১ লাখ ৭২ হাজার ৪৩। পরের দুই বছরে মামলা বাড়ে বেশি। ফলে ২০২১ সালে এই সংখ্যা দাঁড়ায় ৩৬ লাখ ৭৪ হাজার ৭৬৮টিতে। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩৬ লাখ ৬০ হাজার ১। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চলতি বছর মামলা নিষ্পত্তির হার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত বছর ১০২ জন এবং চলতি বছর ১০০ জন নতুন বিচারক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। শিগগির নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে তাঁর আশা।

অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, বিচারকদের সুযোগ-সুবিধার পাশাপাশি কেউ দুর্নীতিতে জড়ালে তাঁর শাস্তির পরিমাণও বাড়ানো প্রয়োজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত